‘গায়ে কাঁটা দিচ্ছে’, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কনসার্ট পিছোলেন শ্রেয়া ঘোষাল

অরিজিৎ সিং-এর পর এবার বড় পদক্ষেপ নিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার তিনি কনসার্ট পিছিয়ে দিলেন। Advertisements কলকাতায় আগামী সেপ্টেম্বর মাসে…

অরিজিৎ সিং-এর পর এবার বড় পদক্ষেপ নিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার তিনি কনসার্ট পিছিয়ে দিলেন।

Advertisements

কলকাতায় আগামী সেপ্টেম্বর মাসে শ্রেয়া ঘোষালের কনসার্ট হওয়ার কথা ছিল। তবে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে তাঁকে রীতিমতো শিহরিত করে তুলেছে। ফলে এবার কনসার্ট পিছিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিলেন তিনি। আজ শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন শিল্পী।

   

গায়িকা শ্রেয়া ঘোষাল শনিবার ইনস্টাগ্রাম এবং এক্স-এ ঘোষণা করেছেন যে তিনি সেপ্টেম্বরে কলকাতায় পারফর্ম করবেন না কারণ তিনি সম্প্রতি শহরের একজন ডাক্তারকে ‘বীভৎস’ ধর্ষণ ও হত্যার বীভৎসতা গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তিনি তার দীর্ঘ নোটে যোগ করেছেন যে তিনি তার আসন্ন কলকাতা কনসার্টের সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লেখেন, ‘সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া নৃশংস ও জঘন্য ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি নিজে একজন নারী হওয়ার সুবাদে নির্যাতিতা যে নিদারুণ পাশবিকতার মধ্য দিয়ে গেছেন তা কল্পনার করতে পারছি না। আমার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যাচ্ছে। বেদনায় ভরা হৃদয় এবং গভীর দুঃখের সঙ্গে আমার প্রোমোটাররা এবং আমি আমাদের কনসার্ট ‘শ্রেয়া ঘোষাল লাইভ, অল হার্টস ট্যুর ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট’ আপাতত পিছিয়ে দিচ্ছি।’

এই কনসার্টটি মূলত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ছিল। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে অক্টোবরে করা হবে বলে মনে করা হচ্ছে। টিকিটের দাম  ১৭৪৯ থেকে শুরু। আয়োজকরা তাদের ওয়েবসাইটে বলেছেন, “এই ইভেন্টটি পুনরায় নির্ধারণ করা হয়েছে তবে আপডেটের জন্য চোখ রাখুন।”