আরজি কর কাণ্ডে জড়ালো সায়নীর নাম, ‘বন্ধ করুন অপপ্রচার’, আর্জি শিল্পীর

দৃষ্টি না থালেও, সুরের জগতে উজ্জ্বল তারকা গায়িকা সায়নী পালিত (Sayani Palit) । তবে সম্প্রতি ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে ছড়ানো হচ্ছে একটি ভিডিও আর…

দৃষ্টি না থালেও, সুরের জগতে উজ্জ্বল তারকা গায়িকা সায়নী পালিত (Sayani Palit) । তবে সম্প্রতি ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে ছড়ানো হচ্ছে একটি ভিডিও আর তাতেই ব্যবহৃত হচ্ছে তাঁর মুখ। সোশাল মিডিয়াতে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে গায়িকা আরজি জানিয়েছেন যে এই কঠিন পরিস্থিতিতে যেন কোনও অপপ্রচারে তাঁর নাম জড়ানো না হয়। এই বিষয়ে খুব প্রকাশ করেছেন গায়িকা এবং তাঁর টিম।

কী ঘটেছে তাঁর সঙ্গে? আরজি কাণ্ডে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তৈরী হয়েছে প্রচুর ভিডিও। কেউ কেউ প্রতিবাদ করে কবিতাও লিখেছেন। সায়নী বলেন, “আমার ছবি ব্যবহার করে এই যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে (আর জি করের চিকিৎসক মৃত্যু) সেই মেয়েটির ঘটনার সঙ্গে রুদ্রনীলদার একটি কবিতা একটি জনৈক চ্যানেল পাবলিশ করে। প্রথমে ইউটিউবে করা হয়।”

   

আর সেই সব ভিডিওর থাম্বনেলে ব্যবহার করা হচ্ছে সায়নীর ছবি। প্রথমে শুধু ইউটুবে দেখে ভুলবশত হয়ে গেছে বলে ভাবেন গায়িকা।

স্ট্রী ২’ এর সাফল্যে উচ্ছসিত কঙ্গনা, চেনালেন সাফল্যের আসল কান্ডারীকে

সায়নী জানিয়েছেন যে একটি ভিডিওতে তাঁর এই ছবির সামনে ধূপকাঠিও ছিল। য়িকার ছবি ব্যবহার করে তাঁকে ‘মৃত’ বলেও বলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। প্রথমে ইউটুবে পাওয়া যায় সেই ভিডিওগুলি। প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে চাননি তিনি। পরে সেগুলি সরিয়ে নেওয়া হয়। তবে তাঁর অনুরাগীরা জানান যে হঠাৎ ফেসবুকে তাঁর ছবির ব্যবহার করে ছড়ানো হচ্ছে প্রচুর ভিডিও। অনুরাগীদের তরফে ছড়ানো হয় স্ক্রিনশটও।

গায়িকার কথায়, “ফেসবুকেও এটা ছড়ানো হচ্ছে। তাহলে তো এটা ধরে নিয়ে হয় এটা ভুল নয় এটা ইচ্ছাকৃতভাবে একটি অত্যন্ত খারাপ জিনিসের সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। আমি, আমার পরিবার, আমার টিম প্রত্যেকে প্রতিবাদ করছি। প্লিজ আপনারা এরকম করবেন না। আমাদের এমনিতেই মনখারাপ। এরকম একটা খারাপ ঘটনা যেন কারও সঙ্গে না হয়। কিন্তু আমার ছবিকে থাম্বনেল হিসেবে ব্যবহার করে এরকম একটা অপপ্রচার আপনারা চালাবেন না।”