Tuesday, October 14, 2025
HomeEntertainmentইউটিউবে ‘সিকান্দার’-এর ঝড়, বলিউডের নতুন মাইলফলক তৈরির পথে ভাইজান

ইউটিউবে ‘সিকান্দার’-এর ঝড়, বলিউডের নতুন মাইলফলক তৈরির পথে ভাইজান

২০২৫ সালের ঈদ ভক্তদের জন্য এক বিরাট উপহার নিয়ে আসছে। কারণ সলমন খান (Salman Khan) ফিরছেন তাঁর নতুন সিনেমা ‘সিকান্দার’(Sikandar) নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ১ মিনিট ৪২ সেকেন্ডের টিজারটি (Sikandar Teaser) ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে। এমনকি সিকান্দারের টিজার বলিউডে নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিচ্ছে। টিজারটি প্রকাশের পর থেকেই এটি ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড করছে। প্রথম দিনেই এটি রেকর্ড ভেঙে দিয়েছে। 

Advertisements

Advertisements

সলমন খানের (Salman Khan) ভক্তরা অনেক দিন ধরেই একটি অ্যাকশন-প্যাকড ছবির জন্য অপেক্ষা করছিলেন। ‘সিকান্দার’ টিজারে (Sikandar Teaser) সলমনের দুর্দান্ত এন্ট্রি, মারকাটারি অ্যাকশন দৃশ্য এবং তাঁর বিশেষ স্টাইল ভক্তদের মনে ঝড় তুলেছে।

৩০ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ইউটিউব ডেটা অনুযায়ী, ‘সিকান্দার’ টিজারটি (Sikandar Teaser) দেখেছেন প্রায় ৫ কোটি দর্শক। এটি ইতিমধ্যেই বলিউডের দ্বিতীয় সর্বাধিক দেখা টিজার হয়ে উঠেছে। টিজারটি পছন্দ করেছেন ৮ লাখেরও বেশি মানুষ । এটি নিয়ে মন্তব্য করেছেন ৭৮ হাজার দর্শক। এই পরিসংখ্যান শুধুমাত্র ২৪ ঘণ্টার মধ্যে অর্জিত হয়েছে।

সলমন খানের (Salman Khan) ‘সিকান্দার’ টিজারটি (Sikandar Teaser) তাঁর ক্যারিয়ারের প্রথম টিজার যা প্রথম দিনেই ৩০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এর আগে ‘ভারত’ সিনেমার টিজার প্রথম দিনে ২১.৫ মিলিয়ন ভিউ পেয়েছিল। তবে ‘সিকান্দার’ সহজেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

ভারতীয় সিনেমার ইতিহাসে টিজার (Sikandar Teaser) ভিউয়ের দিক থেকে ‘সিকান্দার’ বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। এর আগে রয়েছে প্রভাসের ‘আদিপুরুষ’ (৬৮.৯ মিলিয়ন ভিউ), আল্লু অর্জুনের ‘পুষ্প ২’, শাহরুখ খানের ‘ডিঙ্কি’, এবং অজয় ​​দেবগনের ‘ময়দান’। তবে ‘সিকান্দার’ ইতিমধ্যেই আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ এবং হৃতিক রোশনের ‘ফাইটার’ সিনেমার টিজারকে পেছনে ফেলেছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)

‘সিকান্দার’(Sikandar) ছবির পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক এ আর মুরুগাদোস। প্রযোজনা দ্বায়িতে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ‘সিকান্দার’-এর এমন দুর্দান্ত টিজার(Sikandar Teaser) রেসপন্স দেখে বোঝা যাচ্ছে, ২০২৫ সালের ঈদে এটি বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments