Shruti Das: টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এখন রাজনীতির ময়দান কাঁপাচ্ছেন। নিন্দা সমালোচনা, হট্টগোল এড়িয়ে যে যার লক্ষ্যে এগোচ্ছেন। মিমি যদিও রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন কিন্তু আগে তো ছিলেন। ওদিকে নুসরাতও এখন আড়ালে, অভিনয়েই বেশি ফোকাস করছেন। সায়ন্তিকা বসিরহাটের হয়ে, রচনা হুগলির হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছেন। আর এদিন এই প্রসঙ্গেই কথা বললেন রাঙাবউ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস।
রাজনীতিতে কোন নায়িকা কেমন ফল করবেন! এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই শ্রুতি বললেন, ‘মিমিদি, নুসরতদির সঙ্গে ব্যক্তিগত আলাপ নেই। ইন্ডাস্ট্রিতে ওঁরা আমার সিনিয়র, এটুকুই। শ্রুতি দাসকে ওঁরা চেনেন না। আমিও খবর রাখি না। তবে রচনাদি চারপাশ থেকে প্রভাবিত না হলে, ইন্ডাস্ট্রির মতোই রাজনীতির ময়দানেও সাফল্য পাবেন।’ আসলে একাধারে অভিনেতা প্রযোজক রাজনৈতিক দেবের মতো হতে চান তিনি। অভিনেত্রী নিজের মুখেই বললেন, ‘দেবদা আমার কাছে আদর্শ। আমার প্রশ্ন, কী ভাবে অভিনয়, রাজনীতি, সব দিক বজায় রাখেন? দেবদার মতো মানুষ হতে চাই।’
লোকসভার টিকিট পেলে লড়বেন কিনা জিজ্ঞাসা করা হলে তখনই অভিনেত্রীকে স্পষ্ট উত্তর, ‘পড়াশোনা করতে হবে তার আগে। ছোটবেলা থেকে নাচ ও পড়াশোনা জানি। কিন্তু রাজনীতি নিয়ে আমার কোনও পড়াশোনা নেই। মূর্খের মতো রাজনীতির ময়দানে নামতে পারব না। আমাকে নিয়ে অন্যরা হাসিঠাট্টা করবেন, সে আমি হতে দেব না।’ কোথাও প্রচারে যাওয়ার আগে আগে দেখে নিতে চান শ্রুতি। কী বিষয়ে প্রচারে যাচ্ছেন। কেন যাচ্ছেন এবং তাঁর প্রচারের উদ্দেশ্য আদৌ সফল হচ্ছে কি না সেটা দেখতে চান।