Shreya Ghoshal : নীল গ্রাউনে লাস্যময়ী শ্রেয়া ঘোষাল

ভারতীয় শ্রমিক জগতের উজ্জ্বল নক্ষত্রের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) তাঁর গানে মুগ্ধ গোটা দেশ। তবে শুধু দেশ বললে একটু ভুল হবে কারণ তাঁর খ্যাতি বিশ্বজোড়া।

Shreya Ghoshal in Blue Gown

ভারতীয় শ্রমিক জগতের উজ্জ্বল নক্ষত্রের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) তাঁর গানে মুগ্ধ গোটা দেশ। তবে শুধু দেশ বললে একটু ভুল হবে কারণ তাঁর খ্যাতি বিশ্বজোড়া। শুধু তাই নয় ভারতীয় এই গায়িকার স্মরণে আমেরিকায় পালন করা হয় শ্রেয়া ঘোষাল দিবস। সেটা হয়তো অনেকেই জানেন না।

ছোট থেকেই গানের প্রতি ছিল ভালোবাসা আর সেই ভালোবাসাকে নিজের জীবন জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি। একটা সময় ভারতীয় রিয়ালিটি শো গুলির মধ্যে অন্যতম হিন্দি সারেগামাপাতে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন ছোট্ট শ্রেয়া আর সেখান থেকেই হাতে এসে যায় সাফল্য।

বর্তমানে দেশের পাশাপাশি বিদেশে মাটিতেও তার ভক্ত সংখ্যা কম নয় সেটা অবশ্য তার বিভিন্ন কনসার্ট দেখলেই বোঝা যায়। বর্তমানে ভারতীয় সংগীত জগতের আকাশে তিনি অন্যতম জলন্ত নক্ষত্র। গায়িকার প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। দেবদাস সিনেমার অন্যতম জনপ্রিয় গান বারে পিয়া থেকে শুরু হয়েছিল সংগীত জগতের পথ চলা, যা এখনো পর্যন্ত মানুষের মনকে স্পর্শ করে যায়।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

তবে শুধুমাত্র সঙ্গীত জগতে নয় সমাজ মাধ্যমেও তাঁর পথ চলা ঠিক একই রকম। গায়িকার ভক্তরা যেন চোখে হারান তাঁকে, আর ঠিক সেই কারণেই ভক্তদের কথা মাথায় রেখে মাঝে মধ্যেই গায়িকাকে দেখা যায় বিভিন্ন রকম ছবি এবং ভিডিও শেয়ার করে নিতে তাদের সাথে। সম্প্রতি ঠিক সেরকমই কিছু ছবি শ্রেয়া ঘোষাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন।