‘এখন বাংলা সিরিয়ালেরও কোনও ভরসা নেই’: শ্রীমা ভট্টাচার্য

 আদিত্য ঘোষ, কলকাতাঃ তিনি আবার ফিরেছেন বাংলা সিরিয়ালের পর্দায়। মাঝে কিছুদিনের বিরতি, তারপরে ফের তাঁকে চেনা ছন্দে দেখতে চলেছেন বাংলা টেলিভিশনের দর্শকরা। তিনি তো টেলিভিনের…

 আদিত্য ঘোষ, কলকাতাঃ তিনি আবার ফিরেছেন বাংলা সিরিয়ালের পর্দায়। মাঝে কিছুদিনের বিরতি, তারপরে ফের তাঁকে চেনা ছন্দে দেখতে চলেছেন বাংলা টেলিভিশনের দর্শকরা। তিনি তো টেলিভিনের পরিচিত মুখ। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর রূপের আগুনে ঝলসে যাওয়ার উপক্রম। তাঁর অভিনয়ের দক্ষতা বহুজন সমাদৃত। সেই শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya ) কলকাতা ২৪x৭-এর মুখোমুখি হয়ে জানালেন, ” বাংলা সিরিয়ালে ফিরতে পেরে খুব ভাল লাগছে। আসলে আমি কিন্তু সিরিয়াল থেকেই পরিচিতি পেয়েছি। খুব ছোট বয়সে কাজ শুরু করেছি। তারপরের জার্নিটা সবাই জানে এখন।” পাল্টা প্রশ্ন করা হল, ” বাংলা সিরিয়ালই কি তোমার অভিনয় করার রসদ জোগায়?” তিনি একটু হাসতে হাসতে উত্তর দিলেন, ” সেটা বলা মুশকিল, তবে অভিনয়ের জন্যই বেঁচে থাকে।”         

Shreema Bhattacharya       প্রসঙ্গত শ্রীমা অভিনীত ধারাবাহিক ‘বসু পরিবার’ এখন মুক্তির অপেক্ষায়। সান বাংলায় এই বাংলা ধারাবাহিকটি দেখা যাবে বলে জানা গিয়েছে। ‘গাঁটছাড়া’-এর বিরাট সাফল্যের পরে শ্রীমা আবার বাংলা ধারাবাহিকে। তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, ” আমি আশা করি এই ধারাবিকটিও বিরাট সাফল্য পাবে। এটি একটি পরিবারের গল্প। একদম আমাদের দেখা একটি সাধারণ পরিবারের। যেখানে একে অন্যকে আমরা রিলেট করতে পারব।” তাঁর বক্তব্য থেকে জানা গিয়েছে যে আসন্ন এই ধারাবাহিকে নীলার চরিত্রে দেখা মিলবে শ্রীমার। তাঁর কথা অনুযায়ী ধারাবাহিকে নীলা একটি সাহসী চরিত্র। যে সত্যের সঙ্গে কখনও আপস করে না।

   

তাঁর সঙ্গে কথা প্রসঙ্গে আরও জানা গেল তাঁর ঝুলিতে রয়েছে আরও একটি বাংলা ছবির কাজ। তবে তাঁর ভাষায়, ” এই মুহূর্তে ওই ছবিটা নিয়ে কিছু বলতে পারব না! তবে এই সিনেমাটি একটি বড় চমক । তাঁকে জিজ্ঞাসা করা হল, ” বাংলা সিরিয়ালের পাশাপাশি কি বাংলা ওয়েবেও তোমাকে দেখা যাবে ?” তিনি বললেন, ” এই মুহূর্তে প্রস্তাব ছিল। তবে চরিত্র ভাল লাগেনি তাই করিনি। ।” তাঁর শেষ ওয়েব  শ্রীকান্ত। যেখানে তাঁকে একটি সাহসী চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হল, ” তুমি কি সাহসী দৃশ্যে অভিনয় করতে চাও? সুযোগ এলে করবে?  তিনি একটু থামলেন। তারপর ভেবে বললেন, ” চরিত্রের প্রয়োজনে করতেই পারি। তবে সেটা আলোচনা সাপেক্ষ। গল্পের প্রয়োজন কতটা সেটাও বিবেচ্য বিষয়।” তাঁকে ফের প্রশ্ন করা হল, ” বাংলা সিরিয়ালে কি সত্যিই পেট চালানোর মতো মোটা পুঁজি দেয় যা বাংলা বাজারে একটি সিনেমা করে পাওয়া মুশকিল?” তিনি আবার একটু ভেবে বললেন, ” আজকাল কিছুই সিকিওর না। একটি সিরিয়ালও কিছুদিন বাদে বন্ধ হয়ে যেতে পারে। সবটাই আপেক্ষিক!”

Shreema Bhattacharya

প্রসঙ্গত তাঁর সদ্য সমাপ্ত বাংলা ছবির কাজ অমরসঙ্গী। তিনি বাইরের ছবিতেও কাজ করতে প্রস্তুত তবে এই মুহূর্তে তিনি বাংলা সিরিয়ালে মনোনিবেশ করতে চান। তাঁর বক্তব্য, ” বাংলার বাইরে ছবির অফার আছে। তবে এই মুহূর্তে কিছু ভাবিনি। আগে সিরিয়ালটা শুরু হোক, তারপর ভেবে দেখেব!”

তাঁর সম্পর্ক নিয়েও বেশ চর্চা হয় সমাজ মাধ্যমে। সম্প্রতি তাঁর বিদেশে যাওয়ার ছবিও ভাইরাল। শোনা যায় তিনি নাকি তাঁর খুব কাছের একজনের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, ” তুমি কি চুটিয়ে প্রেম করছো?” সে হাসতে হাসতে বলল,” সেটা একটা বড় চমক। এই নিয়ে একটা আলাদা গল্প হবে অন্য কোনওদিন!”