প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন শ্রদ্ধা! নিজের প্রেম নিয়ে আর কী বললেন অভিনেত্রী?

Shraddha-Kapoor

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। বরাবরই লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখেন। ছবির প্রচার ছাড়া খুব একটা দেখাও মেলেনা অভিনেত্রীর। শ্রদ্ধাকে শেষ স্ত্রী ২ (Stree 2) ছবিতে দেখা গিয়েছিল। এই ছবি বক্স-অফিসে দারুন সাফল্য পেয়েছে। শাহরুখ খানের(Shah Rukh Khan)’জওয়ান’-এর কালেকশনকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হয়ে উঠেছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’। শ্রদ্ধার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা খুব কম হয়। তবে সম্প্রতি রাহুল মোদির (Rahul Mody) সঙ্গে নাম জড়িয়ে ছিল অভিনেত্রীর।

এবার শ্রদ্ধা (Shraddha Kapoor) নিজেই তার সম্পর্ক নিয়ে খোলসা করলেন। সম্প্রতি কসমোপলিটনকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেছেন, ‘আমি আমার সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সেটা সিনেমা দেখা হোক, বা ডিনার করতে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই আমার পছন্দের। আমি এমন একজন যে একসঙ্গে এইসব কাজ করতে বা কিচ্ছু না করে কেবল চুপচাপ পাশে বসে সময় কাটাতে পছন্দ করি।’

   

নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে শ্রদ্ধা (Shraddha Kapoor)বলেন, ‘বিয়েতে বিশ্বাস করা বা না করা নয়, বরং জীবনসঙ্গী হিসেবে সঠিক মানুষটাকে বেছে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন যে তাঁরা বিয়ে করতে চান, তবে তাঁদের মধ্যে সম্পর্কটাও দারুণ হওয়া উচিত। তবে তাঁরা যদি মনে করে যে তাঁরা বিয়ে করতে চান না, কেবল একসঙ্গে থাকতে চান, সেক্ষেত্রেও সম্পর্ক দারুণ হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, শ্রদ্ধা (Shraddha Kapoor) ‘আশিকি ২’ ছবির সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে শোনা গিয়েছিল। তবে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। এর পরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-ছবিতে কাজ করার সময় রাহুল মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন