বলিউডের স্টার কিডদের মধ্যে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) দারুণ ফেমাস। তবে তিনি তার অভিনয় দক্ষতায় আর অসাধারণ সৌন্দর্যে মোহিত করেছেন দর্শকদের। সোস্যাল মিডিয়া জুড়ে শ্রদ্ধার নজরকাড়া ফ্যান ফলোইং রয়েছে। তার সিনেমা, তার ব্যাক্তিগত জীবন, তার পোশাক সবকিছুই চর্চার হট টপিক।
তেমন আপনারও নিশ্চয়ই শ্রদ্ধা কাপুরের ওয়ারড্রব কালেকশনের দিকে নজর আছে। সেই কালেকশনে প্রচুর রাফেল ড্রেস, পার্টি ড্রেস, ভিভিড টপ, মিনি স্কার্ট, জাম্পস্যুট, পালাজো যেমন আছে। সঙ্গে আছে অসাধারণ এথনিক আউটফিটও। বারবার এথিনক লুকে অনুরাগীদের হৃদয় চুরি করেছেন শ্রদ্ধা কাপুর।
কথায় আছে, বাঙালি মেয়েদের শাড়িতে অনন্যা দেখায়। তবে শ্রদ্ধা কাপুর বাঙালি না হয়েও কিন্তু শাড়িতে নজর কাড়েন দর্শকদের। বোল্ড লুক থেকে এথনিক লুক সবেতেই দারুণ মানানসই অভিনেত্রী। আর তাই মাঝেমাঝেই শ্রদ্ধাকে শাড়িতে দেখে রাতের ঘুম উড়ে যায় দর্শকদের। কখনো লাল শাড়িতে হট লুক, কখনো আবার সিফনের শাড়িতে সিম্পল লুক, শ্রদ্ধা সবেতেই ভক্তদের বুকে ঝড় তুলতে পারদর্শী।
রণবীর কাপুরের সাথে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন শ্রদ্ধা। সম্প্রতি সেই খবর নিজের সোস্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির নাম ‘তু ঝুটি ম্যায়ঁ মক্কার‘। ২০২৩ সালে দোলের সময় অর্থাৎ ৮ মার্চ সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি। রণবীর-শ্রদ্ধার জুটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয় এবার সেটাই দেখার।