Shrabanti Chatterjee: অভিনেত্রীর রূপের নেশায় পাগল হবেন আপনিও

srabanti chatterjee

আপনি নেশা না করতে চাইলেও আপনাকে জোর করে নেশা করাবে ‘তেরা নেশা’ গানের সঙ্গে, আবার আপনি তার প্রেমে পড়তে না চাইলেও আপনি তার প্রেমে পড়তে বাধ্য হবেন। ইদানিংকালে, টলিউডের এক অভিনেত্রী মোহমায়ার জাল আবারও বিস্তার করতে শুরু করেছে বাংলার দর্শকদের মধ্যে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Shrabanti Chatterjee) রুপোলি পর্দা থেকে দূরে থাকলেও নেট দুনিয়ার মাধ্যমে দেখতে পাওয়া যায় যে প্রায়ই অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় নিত্যনৈমেত্তিক ফটোশ্যুটে।

Advertisements

বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, স্লীভলেস ক্রপ টিউব টপ ও প্যান্ট। কালো রংকে নিজের পোশাকে এবং মেকআপে উজ্জ্বলময় রূপে লাবণ্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। অভিনেত্রীর সাজপোশাক দেখে বাংলার কোনো যুবকরাই নিজেদের যৌবনকে কাবুতে রাখতে অক্ষম হবেন। রূপের ছটায় অভিনেত্রীর ভক্তকুলরা হতবাক। 

https://www.instagram.com/reel/CkqoRG2h3G2/?utm_source=ig_web_copy_link

Advertisements

অভিনেত্রী ১৯৯৭সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে, ২০০৩ সালে ‘রক্ষক’ সিনেমার মাধ্যমে আবারও অভিনেত্রী তার অভিনয় যাত্রা শুরু করেন এবং এরপর থেকে একে একে অভিনেত্রী দর্শকদের অগুনীত সিনেমা উপহার দিয়ে এসেছে।