HomeEntertainmentShilpa Shetty: সোশ্যাল মিডিয়ায় হট লুকে "রেড অ্যালার্ট" জারি করলেন শিল্পা

Shilpa Shetty: সোশ্যাল মিডিয়ায় হট লুকে “রেড অ্যালার্ট” জারি করলেন শিল্পা

- Advertisement -

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম ‘হার্টথ্রব’ নায়িকাদের মধ্যে ছিলেন শিল্পা শেট্টি(Shilpa Shetty)। তার হট ফিগারে এবং রূপের মাধুর্যে তিনি ঘায়েল করতেন ভক্তদের। তবে বর্তমান প্রজন্মের কাছেও একইভাবে জনপ্রিয় বি-টাউনের এই অভিনেত্রী। 

এখনো ভক্তদের ছুঁয়ে থাকেন অভিনেত্রী শিল্পা শেট্টি, তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ধরা দেন অভিনেত্রী। কখনো বোল্ড লুক, কখনো আবার ট্র্যাডিশনাল শাড়ি পরে অনুরাগীদের সামনে আসেন তিনি। আর এবার ক্রিসমাসের আগে রেড অ্যালার্ট দিলেন অভিনেত্রী। 

   

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন শিল্পা শেট্টি। এই ছবিতে অভিনেত্রী কে দেখা গেছে লাল রংয়ের শাড়িতে। সঙ্গে ম্যাচিং রংয়ের ডিপ নেক ব্লাউজ। মুখে নিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক। কানে লম্বা দুল। আর এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “রেড অ্যালার্ট” আর সেই সঙ্গে ক্রিসমাস টুপির ইমোজি।

অভিনেত্রীর এই পোস্টে বয়ে গেছে কমেন্টের বন্যা। তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘রানী এলিজাবেথ মারা গিয়েছেন, তাই আপনি এই দুনিয়ায় সৌন্দর্যের রানী’; কেউ লিখেছেন, ‘ক্রিসমাসের শীতে উষ্ণতা ঢেলে দিলেন আপনি’; কেউ আবার লিখেছেন, ‘সকলে শুনুন, আমি লাল পোশাকে সবথেকে সুন্দর যাকে দেখেছি তিনি হলেন শিল্পা শেট্টি কুন্দ্রা’।

এই মুহূর্তে অভিনয়ের জগতে তেমন সক্রিয় না থাকলেও একাধিক রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে দেখা যায় শিল্পাকে। শরীরচর্চা ও ফিটনেসের দিক থেকে আজও লাইম লাইটে অভিনেত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular