“লজ্জা করে না”! ক্ষোভ উগড়ে দিলেন ধরম-পুত্র

মুম্বই: বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র (Dharmendra) চলতি মাসে নিয়মিত চেক আপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিংবদন্তী অভিনেতার স্বাস্থ্য নিয়ে রীতিমত চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা। এই পরিস্থিতিতে সোমবার রাতে গুজব রটে যায়, “ধর্মেন্দ্র আর নেই”! ব্যাস, সমাজমাধ্যমে ওঠে ঝড়। ‘নক্ষত্রপতন, ‘বেঁচে নেই ধর্মেন্দ্র, ‘যুগাবসান’-এর মত ক্যাপশান আর হ্যাশট্যাগে ভোরে যায় সমাজমাধ্যম।

Advertisements

তথ্য যাচাই না করে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সেইসব পোস্ট। যা নিয়ে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে রীতিমত ক্ষোভ প্রকাশ কিরে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ আছেন অভিনেতা। অবশেষে বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন ধর্মেন্দ্র (Dharmendra)। কিন্তু অভিনেতার পিছু ছাড়ছেন না পাপারাজ্জিরা (Paparazzi)। এবার পাপারাজ্জিদের উপর মেজাজ হারাতে দেখা গেল ধর্মেন্দ্রর জ্যেষ্ঠ পুত্র এবং বলিউড অভিনেতা সানি দেওলকে (Sunny Deol)।

   

মর্নিং ওয়াক থেকে ফিরছিলেন সানি দেওল। তাঁর বাড়ির দিকে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের (Paparazzi) দেখে মেজাজ হারান তিনি। অভিনেতাকে চিৎকার করে বলতে দেখা যায়, “আপনারদের লজ্জা করে না? আপনাদের বাড়িতেও তো সন্তান আছে, মা-বোন আছে।” সানির এই বয়ানের ভিডিও-টিও ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে।

আর তারপরেই নেটিজেনরা অভিনেতা পরিবারের সপক্ষে কথা বলতে শুরু করেছেন। নেটিজেনদের বক্তব্য, অভিনেতার পরিবারের গোপনীয়তাকে সম্মান করা উচিৎ। পাশাপাশি, ধর্মেন্দ্রর পরিবারের তরফেও এক বিবৃতিতে, পরিবার গোপনীয়তা বজায় রাখা এবং অভিনেতাকে সম্মান করার জন্য অনুরোধ করা হয়েছে। ইন্সটাগ্রামের ভিডিও বার্তায় বলা হয়েছে, “তিনি ধর্মেন্দ্র আপনাদের ভালোবাসেন”।

Advertisements

ভুয়ো খবর ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ হেমা মালিনীর

পাশাপাশি, মঙ্গলবার, ধর্মেন্দ্রর (Dharmendra) মেয়ে এশা দেওল এবং স্ত্রী হেমা মালিনী তাদের মিথ্যা প্রতিবেদনের জন্য গণমাধ্যমের কিছু অংশের সমালোচনা করেছেন। “মনে হচ্ছে গণমাধ্যম অতিমাত্রায় ভুয়া খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পরিবারের গোপনীয়তা দেওয়ার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ”।

হেমা মালিনী X-এ একটি পোস্টে প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের “দায়িত্বজ্ঞানহীন” মিডিয়া কভারেজের সমালোচনা করেছেন। “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তির চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন সে সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছে। আমরা সকলকে আমাদের পরিবারের গোপনীয়তা দেওয়ার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ।