HomeEntertainmentএবার পুজোর সব খবর 'শাস্ত্রী'য় মতে, জানিয়ে দিলেন মিঠুন-সোহম

এবার পুজোর সব খবর ‘শাস্ত্রী’য় মতে, জানিয়ে দিলেন মিঠুন-সোহম

- Advertisement -

গনেশ চতু্র্থীর পর এবার বিশ্বকর্মা পুজোতেও বড় চমক দিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং সোহম চক্রবর্তী (Soham Chakraborty), প্রকাশ্য়ে এল পথিকৃৎ বসুর (Pathikrit Basu) পুজোর ছবি ‘শাস্ত্রী’ (Shastri)-র মোশন পোস্টার (Motion Poster)। এর আগে গণেশ চতুর্থীর শুভদিনে অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এনেছিল টিম ‘শাস্ত্রী’, এবার মোশন পোস্টারে দরাজ কণ্ঠে মহাগুরু বলে উঠলেন “এবারের পুজোর সব খবর যেন শাস্ত্রীর নামে হয়”।

আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। এবার পুজোয় দেব অভিনয় ‘টেক্কা’ এবং নন্দিতা-শিবপ্রসাদ জুটির ছবি ‘বহুরূপী’-র সঙ্গে টক্কর নিতে প্রেক্ষাগৃহে আসছে পথিকৃৎ পরিচালিত ‘শাস্ত্রী’। এই ছবিতেই প্রায় ১৬ বছর পর মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন দেবশ্রী রায় (Debashree Roy)। মিঠুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত। দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে ‘শাস্ত্রী’-র চিত্রনাট্য সাজিয়েছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়।

   

নিসপাল সিং ও সোহম চক্রবর্তী নিবেদিত, সুরিন্দর ফিল্মস ও সোহমস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস প্রযোজিত এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। জানা যাচ্ছে, বিজ্ঞান বনাম জ্যোতিষের দ্বন্দ্ব উঠে আসবে এই ছবিতে। ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্রে রেখে। এই চরিত্রেই রয়েছেন মিঠুন চক্রবর্তী। পরিমলের জীবনের দু’টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। সেই মতোই দুটি ভিন্ন লুকে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতাকে। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘শাস্ত্রী’।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular