জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সমাদৃত শর্মিলার ‘গুলমোহর’ ও ‘কান্তারা’

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Awards) ঘোষণা করা হয় শুক্রবার, ১৬ আগস্ট দুপুর ১:৩০টায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা তরফ থেকে ঘোষণা করা হয়…

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Awards) ঘোষণা করা হয় শুক্রবার, ১৬ আগস্ট দুপুর ১:৩০টায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা তরফ থেকে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। এই বছর বিজয়ীদের তালিকায় ছিলেন রিশব শেটটি থেকে শুরু করে শর্মিলা ঠাকুর অভিনীত ‘গুলমোহর’। শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ী অভিনীত ২০২৩ সালের ছবি ‘গুলমোহর’ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

Advertisements

আরজি কর কাণ্ডের সঙ্গে নির্ভয়া কাণ্ডের তুলনা টানলেন আলিয়া, গর্জে উঠলেন ‘গাঙ্গুবাঈ’

   

এই পুরস্কারের পাশাপাশি, মনোজ বাজপেয়ী তাঁর অভিনয়ের জন্য জুরিদের কাছ থেকে বিশেষ উল্লেখ পেয়েছিলেন। ‘গুলমোহর’-এ শর্মিলা ঠাকুরকেও একটি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। ‘গুলমোহর’ একটি ফ্যামিলি ড্রামা যা চকবোর্ড এন্টারটেইনমেন্ট এবং অটোনোমাস ওয়ার্কসের সহযোগিতায় স্টার স্টুডিওজ প্রোডাকশন দ্বারা নির্মিত।

অ্যাম্বুলেন্সে কেকে মেনন, তাঁকে নিয়ে কোথায় যাচ্ছেন দিব্যেন্দু?

শর্মিলা এবং মনোজ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন সিমরান, সুরজ শর্মা, অমল পালেকার, এবং কাবেরী শেঠ। ছবিটি শুধু দর্শকদের কাছ থেকে প্রশংসাই পায়নি, বরং এটি সমালোচকদের কাছ থেকেও উল্লেখযোগ্য প্রশংসা অর্জন করেছিল। ‘গুলমোহর’ এর কাহিনী একটি বহু-প্রজন্মের পরিবারকে কেন্দ্র করে যাঁরা তাঁদের ৩৪ বছর বয়সী পৈতৃক বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছবিটিতে ১৩ বছরের বিরতির পর চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করেন শর্মিলা ঠাকুর। একজন জটিল, ‘কুইয়ার’ মাতৃপতির চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি ।

স্বাধীনতা দিবসে মধুমিতাকে তীব্র আক্রমণ ঋদ্ধির, পাল্টা দিলেন অভিনেত্রী

৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে কন্নড় অভিনেতা রিশব শেঠি আবারও তাঁর অতুলনীয় প্রতিভা প্রমাণ করেছেন। ‘কানতারা’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন এই অভিনেতা। নিথ্যা মেনেন, এবং মানসী পারেখ যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। নিথ্যা ‘তিরুচিত্রাবলাম’-এর জন্য জিতেছেন, আর মানসী ‘কচ এক্সপ্রেস’-এর জন্য জাতীয় পুরস্কার জিতেছেন।

মালয়ালম চলচ্চিত্র ‘আত্তম’ ৭০তম জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার জিতেছে। ‘হলসম এন্টারটেইনমেন্ট’ ক্যাটেগরিতে সেরা চলচ্চিত্র হয়েছে কান্তারা এবং সেরা ভিএফএক্স ছবির পুরস্কার জিতেছে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র ছবিতে গান গিয়ে সেরা গায়কের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং।দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের সঙ্গে বিজয়ীদেরকে ২০২৪ সালের অক্টোবর মাসে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা সংবর্ধিত করা হবে।