রেভ পার্টি থেকে মাদক মামলায় আটক শক্তি-পুত্র সিদ্ধান্ত কাপূর

সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালরু পুলিশ এমজি রোডের একটি হোটেলে অভিযান চালায়। যেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। মাদক সেবনের সন্দেহে ৩৫ জনের নমুনা…

Siddhant Kapoor

short-samachar

সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালরু পুলিশ এমজি রোডের একটি হোটেলে অভিযান চালায়। যেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। মাদক সেবনের সন্দেহে ৩৫ জনের নমুনা গ্রহণ করে পুলিশ। তার মধ্যে একজন শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের (Siddhant Kapoor) নমুনাটি ইতিবাচক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মাদক সেবন করেছিল। কিন্তু পার্টিতে এসেছিল কিনা বা তারা হোটেলে গিয়ে মাদক সেবন করেছিল কিনা তা স্পষ্ট নয়।

   

হিন্দি চলচ্চিত্র তারকা শক্তি কাপুরের পুত্র, সিদ্ধান্ত কাপুরও একজন অভিনেতা যিনি ২০২০ সালের ওয়েব সিরিজ ‘ভাউকাল’-এ চিন্টু দেদার চরিত্রে অভিনয় করেছিলেন। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘অগ্লি, ‘হাসিনা পারকর’, ‘চেহরে’ ইত্যাদি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘ভাগম ভাগ’, ‘চুপ চুপ কে’, ‘ভুল ভুলাইয়া’, ‘ঢোল’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

মাদক রাখার অভিযোগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যাদের জিজ্ঞাসাবাদ করেছিল তাদের মধ্যে শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরও ছিলেন। তবে উল্লেখযোগ্য কিছু প্রমাণিত হয়নি। কিন্তু এবার তাতে নাম জোরালো অভিনেত্রীর ভাইয়ের।