শাহিদের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি, কিন্তু কোন ছবিতে?

চলতি বছর প্রযোজক নাদিওয়ালার ৪টি বিগ বাজেট সিনেমা মুক্তি পেতে চলেছে। তার মধ্যে একটি ছবির পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ। ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ এ।…

Shahid Kapoor and Tripti Dimri will be on Sajid Nadiawala's 2025 movie.

চলতি বছর প্রযোজক নাদিওয়ালার ৪টি বিগ বাজেট সিনেমা মুক্তি পেতে চলেছে। তার মধ্যে একটি ছবির পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ। ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ এ। এই ছবিতে চমক হিসাবে থাকছেন শহীদ (Shahid Kapoor) ও তৃপ্তির প্রথমবারের মতো একসঙ্গে জুটি। গতকাল শুরু হয়েছে এই ছবির শুটিং। এরই মাঝে শুটিং সেট থেকে ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুটিং শুরুর একটি ছবি শেয়ার করেছেন, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)

   

আসন্ন এই থ্রিলার সিনেমায় শহীদ কাপুর ও তৃপ্তি দিমরি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নানা পাটেকার এবং রণদীপ হুদার মতো তারকারা। ছবির নাম এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে ছবিটি ২০২৫ এর বড়দিন কে উপলক্ষ করে ৫ ডিসেম্বর মুক্তি পাব।

ভয় পেয়েছেন ভাইজান? বেছেনিলেন বুলেট প্রুফ কাঁচ

প্রসঙ্গত, শহীদ কাপূর বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি “দেব” নিয়ে। ইতি মধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার, যা দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে। “দেব” ছবিতে শহীদ কাপূরকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। আগামী ৩১ জানুয়ারী বড় পর্দায় মুক্তি পাবে “দেব”।

বক্স অফিসে ফ্লপ হলেও অস্কার ২০২৫-এ বিশেষ জায়গা করে নিল ‘কাঙ্গুয়া’

অন্য দিকে ২০২৫ এর ঈদে প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা সুপারস্টার সলমনের সঙ্গে “সিকান্দার” ছবি নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছেন। এই ছবির পরিচালনা করছেন এ আর মুর্গাদাস। ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণের জনকপ্রিয় অভিনেত্রী রশ্মিকে মান্দানাকে। এই ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।