Monday, December 8, 2025
HomeEntertainmentলোকের টাকায় গৌরীকে নিয়ে হানিমুনে গেছিলেন শাহরুখ খান

লোকের টাকায় গৌরীকে নিয়ে হানিমুনে গেছিলেন শাহরুখ খান

- Advertisement -

শাহরুখ খান (Shah Rukh Khan) এমন একটা নাম, যার নামেই পরিচয়। যিনি সত্যিই ‘‘জিরো’ থেকে ‘হিরো’ হয়েছেন। জীবনে অনেক বাধা পেরিয়ে, অনেক লড়াই করেই আজ তিনি ইন্ডাস্ট্রির ‘বাদশা’র খেতাব জিতেছেন। আর এখন তো ‘কিং খান’এর কাছে কোনও কিছুরই অভাব নেই।

নাম, যশ, অর্থ, খ্যাতি- শাহরুখের কাছে এখন সবই আছে। তবে শুনতে হয়তো অবাক লাগবে, এমনও একটা সময় ছিল যখন তার কাছে নিজের হানিমুনের জন্য টাকাটুকুও ছিল না। সম্প্রতি এই অজানা কাহিনী ফাঁস করেছেন শাহরুখের এক কালজয়ী ছবির লেখক এবং সহকারী পরিচালক মনোজ লালওয়ানি।

   

‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির লেখক জানান, ‘ও দিল্লিতে বিয়ে করেছিল এবং এরপর দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিল। আমরা সবাই শাহরুখ এবং গৌরীর সঙ্গে গিয়েছিলাম কারণ ওঁর ইন্ট্রো সিন শ্যুট করার ছিল। আমার এখনও মনে আছে ছবির পুরো টিম ট্রেনের দ্বিতীয় ক্লাসে করে গিয়েছিল। খুবই কঠিন ছিল। ৩০ ঘণ্টার সফর ছিল। আমি খুবই ভাগ্যবান ছিলাম যে আজিজ ভাই আমায়, শাহরুখ এবং গৌরীকে ওনার সঙ্গে ফ্লাইটে যেতে বলেছিল’।

মনোজের আরও জানান, ‘তো হ্যাঁ, শাহরুখের হানিমুন রাজুবন গয়া জেন্টলম্যানের খাতায় গিয়েছিল। দার্জিলিংয়ে বেশ ঠাণ্ডা ছিল। শাহরুখের ঘরে কোনও হিটার ছিল না। আজিজ ভাই এবং আমি একই ঘরে ছিলাম। আমাদের কাছে একটা হিটার ছিল। আমরা শাহরুখ এবং গৌরীকে দিয়ে দিয়েছিলাম’।

‘রাজু বন গয়া জেন্টলম্যান’ শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা ছবিগুলির মধ্যে একটি। কিং খানের জীবনের এই অজানা দিকগুলোকে হয়তো জানেননা অনেকেই। কিন্তু এসব কিছুর মধ্যে দিয়ে গিয়েই তবেই আজ সফলতার শীর্ষে পৌঁছেছেন শাহরুখ খান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular