HomeEntertainmentপ্রেম দিবসে শাহরুখ কন্যার গোলাপী গোলাপের ছবি, অগস্ত্য নাকি পাঠিয়েছে?

প্রেম দিবসে শাহরুখ কন্যার গোলাপী গোলাপের ছবি, অগস্ত্য নাকি পাঠিয়েছে?

- Advertisement -

বলিউডের বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে সুহানা খান (Suhana Khan)বর্তমানে তার অভিনয় ক্যারিয়ারের নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি বলিউডে তার পা রাখা এই তারকা সন্তানটি প্রায়শই তার স্টাইল এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। তবে এবারের আলোচনার কেন্দ্রে তার প্রেম জীবন। সুহানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিশেষ ছবি শেয়ার করেছেন।

প্রেম দিবসের দিন সুহানা (Suhana Khan)তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সুন্দর গোলাপি গোলাপের ছবি শেয়ার করেন। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই তার ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। ছবির সঙ্গে তার প্রেম জীবনের নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ মনে করছেন সুহানাকে হয়তো এই গোলাপগুলি তার বন্ধু এবং সহ-অভিনেতা অগস্ত্য নন্দা দিয়েছেন। সুহানা ও অগস্ত্যকে বেশ কয়েকবার একে অপরের সঙ্গে দেখা গেছে। তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে অনেকটাই গুঞ্জন চলছে।

   

বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। তার সঙ্গে শাহরুখ কন্যা সুহানার বন্ধুত্ব অনেক দিন ধরেই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সুহানা অগস্ত্যের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন। এর পর থেকেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আরও বেশি করে কৌতূহল তৈরি হয়েছে। তবে দুজনেই এখনও পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কিছু জানাননি। 

shah-rukh-khan-daughter-suhana-khan-receives-pink-flowers-valentines-day

সুহানার (Suhana Khan) ইন্সটা স্টোরি শেয়ার করার পরে অনেক অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে অগস্ত্যই এই গোলাপী গোলাপ সুহানাকে পাঠিয়েছে। যদিও এই বিষয়ে সুহানা কিংবা অগস্ত্য কেউই কোনো বক্তব্য দেননি। তবুও ভক্তরা তাদের অনুমান প্রকাশ করতে পিছপা হননি।

উল্লেখ্য, সুহানাকে (Suhana Khan) শীঘ্রই তার সুপারস্টার বাবা শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। তার প্রথম বড় ছবি ‘কিং’ নিয়ে বর্তমানে অনেক আলোচনা চলছে। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধর্থ আনন্দ। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular