রাজনীতির মঞ্চ থেকে বলিউডে আত্মপ্রকাশ দীপ্সিতার! নয়া অবতারে ‘জিদ্দি গার্ল’

কলকাতা: রাজনীতির মঞ্চে নিজের পরিচিতি তৈরি করা বাম নেত্রী দীপ্সিতা ধর এবার ধরা দেবেন নয়া রূপে৷ রাজনীতির মঞ্চ থেকে অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি।…

short-samachar

কলকাতা: রাজনীতির মঞ্চে নিজের পরিচিতি তৈরি করা বাম নেত্রী দীপ্সিতা ধর এবার ধরা দেবেন নয়া রূপে৷ রাজনীতির মঞ্চ থেকে অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিপুল ফলোয়ার্স এবং বামপন্থী রাজনীতির নতুন প্রজন্মের মুখ, দীপ্সিতা এবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ ‘জিদ্দি গার্লস’-এ দেখা যাবে তাঁকে৷ এই ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করবেন বাম নেত্রী।

   

হাওড়ার বালির মেয়ে দীপ্সিতার অভিষেক অত্যন্ত চমকপ্রদ। সোনালি বসু পরিচালিত এই সিরিজটি প্রযোজনা করেছে প্রীতীশ নন্দী কমিউনিকেশন। সিরিজের প্রথম এপিসোড ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ‘জিদ্দি গার্লস’ মূলত পাঁচ কলেজ পড়ুয়া মেয়ের গল্প, যাদের কলেজের জীবন, বন্ধুত্ব, ভালোবাসা, এবং জীবনের লক্ষ্য নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কলেজের কড়া অধ্যক্ষের অধীনে তারা যে লড়াইয়ের সম্মুখীন হয়, তা সিরিজের মূল উপজীব্য।

এতদিন রাজনীতির মঞ্চে তাঁর দৃঢ় অবস্থান ছিল, এবার দীপ্সিতা এক আন্দোলনকারীর চরিত্রে সিরিজে উপস্থিত। বাস্তবের মতো সিরিজের গল্পেও তিনি আন্দোলনের মুখ, যা তাঁর রাজনৈতিক জীবনকে মনে করিয়ে দেয়। এছাড়া, এই সিরিজে আরও অভিনয় করেছেন নন্দিতা দাস, দিয়া দামিনী, এবং লিলেট দুবে-এর মতো বলিষ্ঠ অভিনেত্রীরা।

শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডে, দীপ্সিতা জেএনইউ-এর প্রাক্তনী। সিরিজে কাজ করার সুযোগটি আসলে তাঁর কাছ থেকে না এসে পরিচালক সোনালি বসু-র অনুরোধে এসেছে। দীপ্সিতা জানান, এই সিরিজে কাজ করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন একেবারে ব্যক্তিগত অনুরোধে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁর হাত ভেঙে গিয়েছিল, কিন্তু সে সময়ও তিনি শ্যুটিং সেরেছেন। দীপ্সিতার ভাষায়, “পরিচালক সোনালি বসুর অনুরোধ ফেলতে পারিনি, তাই কাজটা করতে সম্মত হয়েছিলাম।”

‘জিদ্দি গার্লস’ সিরিজের মাধ্যমে নারীদের কলেজ ও হোস্টেল জীবনের সংগ্রাম এবং তাদের বিভিন্ন দৃষ্টিকোণ দেখানো হয়েছে। কলেজের কড়া অধ্যক্ষের তত্ত্বাবধানে এই পাঁচ মেয়ের সঙ্গী হবে বিভিন্ন চ্যালেঞ্জ, তাদের যাত্রা হবে জীবনের চরম পরীক্ষা। সিরিজের শ্যুটিং হয়েছে দিল্লি ও মুম্বই-তে।

এভাবে, রাজনীতির মঞ্চ থেকে এবার অভিনয়ের দুনিয়ায় দীপ্সিতা ধর নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বামপন্থী রাজনীতির এই পরিচিত মুখ এখন অন্যভাবে তার প্রতিভা দেখাচ্ছেন। ‘জিদ্দি গার্লস’ সিরিজটি শুধু একটি গল্প নয়, বরং নারীদের শক্তি, সংগ্রাম এবং তাদের উদ্যমের এক শক্তিশালী চিত্র।