ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। তবে এবার কোনও নতুন ছবি বা বিতর্কের কারণে নয়, বরং সম্পত্তি বিক্রির কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি অভিজাত আবাসনে অবস্থিত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সলমন খান। এই লেনদেনের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা— ঠিক কী কারণে নিজের বহু বছরের পরিচিত এই এলাকার ফ্ল্যাটটি বিক্রি করলেন ভাইজান?
জানা গিয়েছে, সলমন খানের এই ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ (Shiv Asthan Heights) নামে একটি বিলাসবহুল আবাসনে অবস্থিত। সম্পত্তির আয়তন প্রায় ১২২.৪৫ বর্গমিটার, যা একটি বড়ো ফ্ল্যাট হিসেবেই ধরা হয়। এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুযোগ। ফ্ল্যাটটি বিক্রি হয়েছে মোট ৫.৩৫ কোটি টাকায়। সূত্রের খবর, এই তথ্য মিলেছে মহারাষ্ট্র ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের সরকারি ওয়েবসাইট থেকে।
এই সম্পত্তির রেজিস্ট্রেশন হয়েছে চলতি মাসেই। রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ ৩২.০১ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন চার্জ বাবদ ৩০,০০০ টাকা জমা দেওয়া হয়েছে বলে সরকারি কাগজে উল্লেখ রয়েছে। যদিও এই সম্পত্তি বিক্রি সম্পর্কে সলমন খান নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বা ব্যাখ্যা দেননি।
বান্দ্রা—যে এলাকা বহু বছর ধরে সলমন খানের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এখানেই তাঁর বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’, যেখানে তিনি দীর্ঘদিন ধরেই পরিবার-সহ বসবাস করছেন। এই এলাকাতেই তাঁর একাধিক সম্পত্তি রয়েছে বলে জানা যায়। তাই হঠাৎ করে বান্দ্রার এই ফ্ল্যাট বিক্রি করা নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে পড়েছেন।
নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এটা কি শুধুই একটি রুটিন রিয়েল এস্টেট ডিসিশন, নাকি এর পেছনে কোনও অন্য কারণ আছে? বিশেষ করে বিগত কয়েক মাসে সলমন খান একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। তাঁর সুরক্ষার জন্য মুম্বই পুলিশ অনেক সতর্কতামূলক পদক্ষেপও নিয়েছে। তবুও সলমনকে শহরের বিভিন্ন জায়গায় নির্ভয়ে ঘুরতে দেখা গেছে, যা তাঁর অনুরাগীদের মনে সাহস যোগায়।
তবে এটুকু স্পষ্ট, ফ্ল্যাট বিক্রি করলেও সলমন মুম্বই ছাড়ছেন না। বর্তমানে তিনি বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকছেন এবং আপাতত অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা তাঁর নেই বলেই মনে করা হচ্ছে।
সলমনের এই ফ্ল্যাট বিক্রি রিয়েল এস্টেট জগতে এক নতুন আলোচনার সূত্রপাত করেছে। অনেকেই ভাবছেন, এই বিক্রির পর তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে—নতুন কোনও সম্পত্তি কিনবেন, না কি অন্য কোথাও বিনিয়োগ করবেন?
সবমিলিয়ে, ফ্ল্যাট বিক্রি করেই ফের ভাইরাল সলমন খান। তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিটি পদক্ষেপই যে এখনও জনসাধারণের আগ্রহের কেন্দ্রে, তা আবারও প্রমাণিত হল।