Dev Birthday: জন্মদিনটা কীভাবে কাটাচ্ছেন দেব?

Dev-Birthday

Dev Birthday: আজ ২৫ শে ডিসেম্বর। ২৫ শে ডিসেম্বর মানেই যিশুখ্রিস্টের জন্মদিন এবং ক্রিসমাস উদযাপন। তবে বাংলার মানুষের কাছে এই দিন রয়েছে আরও একটি উৎসব। কারণ তাঁদের সবচেয়ে প্রিয় তারকা দেবেরও জন্ম এদিন। তিনদিন আগেই মুক্তি পেয়েছে দেব অভিনীত নতুন সিনেমা প্রধান। সেইদিন থেকেই একেবারে অন্য মেজাজে রয়েছেন বার্থ দে বয় তথা সুপারস্টার দেব।

দেবের ভক্তমহলে যেন সেই দিন থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। প্রধানের প্রিমিয়ারের রাত থেকেই ভক্তদের সঙ্গে জন্মদিন উদযাপনে মেতে রয়েছেন দেব। অবশ্যই তাঁর সঙ্গে ছিলেন কাছের বিশেষ বন্ধু রুক্মিণী মৈত্রও। ক্রিসমাস আসার আগেই বাড়িতেই ট্রি সাজিয়ে পোষ্যকে নিয়ে খানিকটা মি টাইমও কাটাতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

   

তবে আজকে বড়দিন প্লাস জন্মদিন উপলক্ষে কী বিশেষ প্ল্যান রয়েছে অভিনেতা দেবের! তা জানতে মুখিয়ে রয়েছেন সকল ভক্তরাই। আসলে, প্রতিবছরই দেখা যায় ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন নায়ক। ২৪ শে ডিসেম্বর রাতে পার্টি হয় এবং তারপরে বড়দিনের দিন চলে জমিয়ে খাওয়া দাওয়া। এ বছরেও হয়তো তেমনি কিছু প্ল্যান রয়েছে তাঁর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রসঙ্গত, দেবের নতুন ছবি প্রধানের রুক্মিণীকে দেখা না গেলেও প্রতিটি মুহূর্তেই দেবের পাশে রয়েছেন রুক্মিণী মৈত্র। প্রিমিয়ারের দিন নায়িকার পরনে ছিল একটি নীল ব্লেজার এবং মানানসই প্যান্ট। ছবি শেষ হতেই সেদিন কেক কেটে উদযাপিত হয়েছিল দেবের আগাম জন্মদিন। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন