শ্যুটিং করতে গিয়ে গুরুত্বর আহত হলেন শেন। জানা গিয়েছে, পা’য়ে চোট পেয়েছেন অভিনেতা। করানো হয়েছে এক্সরে। ( Sean Banerjee ) রিপোর্ট মিললে তবেই জানা যাবে হাড়ে কোনও চিড় ধরেছে কিনা। তবে পায়ে চোট নিয়েও দর্শকদের কথা ভাবছেন শেন। তিনি জানান, ‘ শ্যুটিং বন্ধ করা যাবে না। আমি শ্যুটিংয়ে আসব’।
‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলা
খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে সুপ্রিয়ার নাতিকে ( Sean Banerjee )। তবে কোন সিনেমা? কোন চরিত্রে? সে সব কোনটাই খোলসা করে বলতে নারাজ শেন ব্যানার্জি। তবে তিনি বড়পর্দায় আসছেন একথা নিশ্চিত। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো’তে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই তিনি বলেন ‘খুব শীঘ্রই বড়পর্দায় এন্ট্রি নিতে চলেছেন তিনি’।
বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ শেন ব্যণার্জী। শুধু তাই নন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি তিনি । এক এর পর এক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে, ( Sean Banerjee )যেমন আমি সিরাজ এর বেগম, এখানে আকাশ নীল । এখন তাকে দেখা যাচ্ছে মন ফাগুন ধারাবাহিকে, দর্শক এর মন জয় করে ধারাবাহিকটি হয়ে উঠেছে ভীষণ জনপ্রিয় ।
‘বাস্তবে সিদ্ধার্থ একদমই কেয়ারিং নয়’ মিঠাই
দিল্লি কলেজ অফ আর্টস-এর ফাইন আর্টস বিষয়ের প্রাক্তন ছাত্র শন। ( Tollywood Gossip )অভিনয়ের পাশাপাশি সময় পেলেই বসে পড়েন ছবি আঁকতে। একবার সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, “পেন অ্যান্ড ইঙ্ক, পেনসিল স্কেচ আমার খুব প্রিয়া। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে মনোক্রোম খুবই পছন্দ করি। আমার প্রায় সমস্ত ছবি মনোক্রোম, কালার খুব কম পাওয়া যাবে।”