সাম্প্রতিক সময়ে টলি করার চেনা মুখ সায়ন্তনী গুহঠাকুরতা ( Sayantani Guha Thakurata )। অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনের জন্য একাধিক কাজ করেছেন তিনি। ২০১২ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী তারপর থেকে একাধিক ধারাবাহীকে দেখা গিয়েছে তাঁকে সাত ভাই চম্পা, কিরণমালা, জয় কালী কলকাত্তাওয়ালির মত একাধিক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নাচের জগতেও সমানভাবে দক্ষ তিনি। অন্যদিকে প্রথম জীবনে বিভিন্ন থিয়েটারে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ তাঁর অভিনয় দক্ষতার পরিচয় পেয়েছে গোটা বাংলা। তবে এইসবের পাশাপাশি অভিনেত্রী তাঁর খোলামেলা পোশাকের জন্য বেশি চর্চিত। আর ঠিক সেই কারণেই বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনি জনপ্রিয়।
অভিনেত্রী মাঝেমধ্যে খোলামেলা পোশাকে সকলের সামনে হাজির হন সেটা অবশ্য আমাদের সকলেরই জানা। তিনি নিজের instagram হ্যান্ডেল থেকে প্রায়ই বিভিন্ন ছবি শেয়ার করেন ভক্তদের উদ্দেশ্যে আর তাদেরকে স্বাভাবিকভাবে ভক্তদের রাতের ঘুম উধাও হয়ে যায়। এই গরমে তাঁর রূপ উষ্ণতাঁর পারদকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে।
View this post on Instagram
সম্প্রতি ঠিক সেরকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি বারে কালো গ্রাউন পড়ে হাজির হয়েছেন তিনি। ডিপ কাট নেকে উন্মুক্ত রয়েছে বক্ষ, যা সকলের রাতের ঘুম কেড়েছে। ইনস্টাগ্রাম রিলে ‘চুরাকে দিল মেরা’ গানে ভিডিওটি বানিয়েছেন তিনি, যা সত্যি করেই সকলের মন চুরি করেছে।