রাজনীতিকে ‘বিদায়’ দিয়ে অভিনয়েই ফিরছেন তৃণমূল সাংসদ

বেশ কয়েক বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) । জানা গেছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘বাৎসরিক’(Batsarik)…

satabdi-roy-returns-to-big-screen-with-mainak-bhaumik-batsarik-film

বেশ কয়েক বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) । জানা গেছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘বাৎসরিক’(Batsarik) -এ দেখা যাবে তাকে। এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন ঋতাভরী চক্রবর্তীকেও। ছবিতে গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী।

‘বাৎসরিক’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। চলতি মাসের শেষে ছবির শ্যুটিং শুরু হবে । ছবির গল্পে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) একজন বিধবা, যিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। শতাব্দী রায়কে (Satabdi Roy) একজন ভাই হারোনো দিদির চরিত্রে দেখা যাবে। এই দুজনের জীবন কিভাবে এগোবে সেটা ঘিরেই ছবির গল্প।

   

সংবাদ মাধ্যমকে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) জানিয়েছেন, ‘বাৎসরিক’(Batsarik) -এর জন্য শতাব্দী রায়কে তিনি বিশেষভাবে বাছাই করেছেন। তিনি এমন কাউকে খুঁজছিলেন, যাঁকে অনেকদিন পর্দায় দেখা যায়নি। মৈনাক  বলেন, ‘ওঁর সঙ্গে সদ্যই আলাপ হয়েছে। ওঁকে গল্পটা শোনানোয় ওঁর ভালো লাগে।’ অন্যদিকে শতাব্দী রায়ও (Satabdi Roy) জানিয়েছেন দীর্ঘ ১০ বছর পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনি খুশি। এর আগে যদিও বেশ কিছু সুযোগ এসেছিল। কিন্তু রাজনৈতিক কাজ এবং ডেট ম্যানেজমেন্টের কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সেই সুযোগ মিলেছে এবং তিনি রাজি হয়েছেন। বীরভূম লোকসভা থেকে শাসক দলের হয়ে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন শতাব্দী রায়।

মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) সঙ্গে শতাব্দী রায়ের (Satabdi Roy) এটি প্রথম কাজ। তবে ঋতাভরী চক্রবর্তী এর আগে মৈনাকের পরিচালনায় ‘গৃহস্থ’ ছবিতে কাজ করেছিলেন। তাই অভিনেত্রী-পরিচালক সম্পর্কের মধ্যে একটি পরিচিতি ছিল। মৈনাকের নির্দেশনায় কাজ করতে তাঁরা উভয়েই বেশ আনন্দিত। ‘বাৎসরিক’ (Batsarik) ছবির প্রযোজনার হিসেবে দায়িত্বে থাকছে বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ ।