বিচ্ছেদের গুঞ্জনে আগুনে ঘি ঢাললেন যিশু কন্যা

Sara Sengupta

টলিউডে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে বেশ জলঘোলা হচ্ছে বিগত কিছুদিন ধরে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বিবাদবিচ্ছেদের প্রসঙ্গ। তবে ওই গুঞ্জন পর্যন্তই। সেই গুজবের আগুনে ঘি ঢাললেন যিশু সেনগুপ্তের কন্যা সারা (Sara Sengupta)। সারা তাঁর বাবা যিশুকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। তবে যিশু কিন্তু মেয়েকে এখনও রেখেছেন ইনস্টাগ্রামে।

বিয়ের পর জয়াকে কোন শর্তে বেঁধে রেখেছিলেন অমিতাভ ? ফাঁস করলেন রহস্য

   

এখানেই শেষ নয়,সারা একটি পোস্ট করেন, যেখানে সারা লিখলেন অতীত ভুলে যাওয়ার কথা। সারা লিখেছেন, ”তোমাকে অতীতকে ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হল তুমি এখন কী হতে চাও।”

ভারতে মুক্তির আগেই ১ লক্ষেরও বেশি টিকেট বিক্রি হল এই হলিউড ছবির!

টলিপাড়ায় গুঞ্জন, তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বই গিয়েই নাকি এই মহিলার সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তার জেরেই সংসারে ভাঙন। তার পরই মায়ের সঙ্গে ছবি দিয়ে সারা লেখেন, ‘স্ট্রংগেস্ট উওম্যান ইন দ্য গেম।’ অর্থাৎ, ‘সবচেয়ে শক্তিশালী মহিলা।’ বার বার মাকে সাহস জুগিয়ে এসেছেন সারা। এ বার আরও এক ধাপ এগিয়ে, মায়ের পাশে রয়েছেন, সেটাই বুঝিয়ে দিলেন যিশু-কন্যা!

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন