বাবাকে ভালোবাসি কিনা….! সইফের উপর হামলার ঘটনায় মুখ খুললেন কন্যা সারা

মুম্বই: গত জানুয়ারি মাসের ঘটনা৷ মুম্বইয়ে সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বি-টাউন। রাতের অন্ধকারে ছোটে নবাবের বাড়িতে ঢুকে পড়ে এখ…

Sara on Saif Ali Khan stabbing case

মুম্বই: গত জানুয়ারি মাসের ঘটনা৷ মুম্বইয়ে সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বি-টাউন। রাতের অন্ধকারে ছোটে নবাবের বাড়িতে ঢুকে পড়ে এখ দুষ্কৃতী৷ সইফ তাঁকে বাধা দিতে গেলে তাঁর গায়ে ছুরি দিয়ে কোপ বসানো হয়৷ সইফকে ছ’বার কোপ মারার পর সেখান থেকে পালিয়ে যায় সে। পরে সইফকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে, তাঁর কন্যা সারা আলি খান বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছান। যদিও সারা তখন এ বিষয়ে কিছুই বলেননি, কিন্তু অবশেষে এই ঘটনার পর তিনি নিজের অনুভূতি শেয়ার করেছেন। (Sara on Saif Ali Khan stabbing case)

জীবনের মূল্য বুঝিয়েছে Sara on Saif Ali Khan stabbing case

এক সাক্ষাৎকারে সারা বলেন, “এই পুরো ঘটনা আমাকে জীবনের মূল্য বোঝাতে সাহায্য করেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে গিয়েছে, সে জন্য আমি খুব কৃতজ্ঞ। এর মাধ্যমে আমি বুঝেছি, আমাদের জীবন কতটা অমূল্য।”

   

মানসিক স্বাস্থ্য এবং জীবনের গুরুত্ব নিয়ে ইদানীং অনেক কথাই হয়, তবে এই ধরনের ঘটনা যেন চোখে আঙুল দিয়ে তা স্মরণ করিয়ে দেয়। সারা বলেন, “আমরা যে সব কিছুতে ছুটছি, সেগুলি আসলে কতটা অস্থায়ী, এই ধরনের ঘটনা তা স্পষ্ট করে দেয়। আমি জানি, আমি বাবাকে কতটা ভালোবাসি, কিন্তু এটা বুঝেছি, জীবনের কোনো কিছুই স্থায়ী নয়। মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যেতে পারে।”

Advertisements

প্রতিটি মুহূর্তকে আনন্দে কাটানো উচিত Sara on Saif Ali Khan stabbing case

এছাড়া, সারা আরও বলেন, “জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দে কাটানো উচিত। এই ঘটনার মাধ্যমে আমি বুঝেছি, জীবনে বেঁচে থাকা কতটা গুরুত্বপূর্ণ।”

গত ১৬ জানুয়ারি সইফ আলি খান নিজে হামলার শিকার হন। চুরির উদ্দেশ্য নিয়ে ওই দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়েছিল, কিন্তু বাধা পাওয়ায় সইফকে ছয়বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর সইফের নিরাপত্তা বাড়ানো হয় এবং মুম্বই পুলিশ দ্রুত ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।

এ ঘটনাটি শুধু সইফের পরিবারকে না, গোটা শহরকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু এখন, সইফ সুস্থ হয়ে উঠেছেন এবং সারা এই ঘটনা থেকে জীবনের মূল্যবান পাঠ নিয়েছেন।

 Entertainment: Bollywood actor Saif Ali Khan survived a shocking stabbing attack in January. Daughter Sara Ali Khan reflects on the traumatic incident, emphasizing the value of life and gratitude. She shares how the event changed her perspective on life’s fragility and importance.