জলতরঙ্গের মূর্ছনা থামল প্রয়াত সন্তুর সম্রাট পণ্ডিত শিবকুমার শর্মা

৮৪ বছর বয়সে প্রয়াত হলেন সন্তুর সম্রাট পণ্ডিত শিবকুমার শর্মা। জানা গিয়েছে, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শিবকুমার শর্মা। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত দুনিয়ায়। পরিবার সূত্রে খবর, তিনি গত ছয় মাস ধরে কিডনি-সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন এবং ডায়ালিসিস চলছিল। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisements

জানা গিয়েছে, জম্মুতে জন্মগ্রহণকারী পণ্ডিত শিবকুমার শর্মা তেরো বছর বয়সে সন্তুর শিখতে শুরু করেন। পণ্ডিত শিবকুমার শর্মাকে সন্তুরকে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, পণ্ডিত শিবকুমার শর্মা ১৯৫৬ সালে ঝনক ঝনক পায়েল বাজে সিনেমার একটি দৃশ্যের জন্য ব্যাকগ্রাউন্ড সঙ্গীত রচনা করেছিলেন। চার বছর পর, পণ্ডিত শিবকুমার শর্মা তার প্রথম একক অ্যালবাম রেকর্ড করেন।

   

পণ্ডিত শিবকুমার শর্মা ১৯৬৭ সালে ফ্ল্যাউটিস্ট হরিপ্রসাদ চৌরাসিয়া এবং গিটারবাদক ব্রিজভূষণ কাবরার সঙ্গে সহযোগিতা করেছিলেন। তারা প্রশংসিত কনসেপ্ট অ্যালবাম কল অফ দ্য ভ্যালি তৈরি করেছিলেন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements