সানিয়া মির্জা কি আবার বিয়ে করছেন! দুবাইতে কার হাত ধরে আছেন?

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) বর্তমানে তার দ্বিতীয় বিয়ের কারণে খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি ভারতীয় দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ শামির (Mohammed Shami) সঙ্গেও…

Sania-Mirza

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) বর্তমানে তার দ্বিতীয় বিয়ের কারণে খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি ভারতীয় দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ শামির (Mohammed Shami) সঙ্গেও সানিয়া মির্জার নাম জড়িয়েছে । এর মাঝেই আবার শোনা যাচিছল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মল্লিকের (Shoaib Malik) সঙ্গে ডিভোর্সের পর সানিয়া (Sania Mirza) আবারও এক পাকিস্তানির জোট বেঁধেছেন। কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে। সানিয়ার যে পাকিস্তানি ব্যাক্তির সঙ্গে নাম জড়িয়েছিল তিনি হচ্ছেন শোয়েব মল্লিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদের প্রাক্তন স্বামী উমাইর জাসওয়াল।

গত বছর গায়ক ও অভিনেতা উমাইর জাসওয়ালকে (Umair Jaswal) ডিভোর্স দেন সানাকে। এর পরই গুঞ্জন উঠেছিল উমাইর আবার বিয়ে করতে চলেছেন, বলা হচ্ছিল সানিয়া মির্জার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। কিন্তু এই সবের মাঝেই সানিয়ার (Sania Mirza) একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তাকে দুবাইতে কারও হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে।

২০১০ সালে সানিয়া এবং শোয়েব বিয়ে করেন। এর পর থেকে তারা দুজন মিলে দুবাইতে থাকতেন। ডিভোর্সের পর শোয়েব পাকিস্তান চলে গেলেও সানিয়া এবং তার ছেলে ইজহান মালিক দুবাইতে থাকেন।
সানিয়া (Sania Mirza) তার সমাজ মাধ্যমে যে ভিডিওটি শেয়ার করেছেন তার ব্যাকগ্রাউন্ডে বাজছে তু হ্যায় তো… ভিডিওটিতে সানিয়া তার বোন আনাম মির্জা এবং তার ছেলে ইজাহানের হাত ধরে আছেন । ভিডিওটিতে আনামের মেয়েকেও দেখা যাচ্ছে। পাশাপাশি ইজাহানের ফুটবল খেলার একটি ছবিও শেয়ার করেছেন সানিয়া।

Advertisements

উল্লেখ্য, সানিয়া মির্জা তার দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করে বলেছিলেন যে তিনি বিয়ে করেননি। যখন থেকে উমাইর (Umair Jaswal) তার সমাজ মাধ্যমে একটি শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেছেন, তারপর থেকেই সানিয়ার সঙ্গে তাঁর বিয়ের নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে এই বিষয়ে উমাইর কোন প্রতিক্রয়া জানানি।