প্রয়াত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়

প্রয়াত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর এহেন মৃত্যুতে শিল্পী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত…

প্রয়াত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর এহেন মৃত্যুতে শিল্পী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এদিন তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘আমি ভাবতে পারিনি  তিনি মারা যাবেন। গতকাল রাতে অস্ত্রোপচারের পর খবর এসেছিল। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। এত তাড়াতাড়ি ঘটে যাবে তা বুঝতে পারিনি। আমরা যকৃতের চিকিৎসকে পাঠাব বলে ঠিক করেছিলাম। তখন জানতে পারলাম উনি আর নেই। কোভিড থেকে মুক্ত হওয়ার পর সব ঠিক ছিল মঙ্গলবার সকাল পর্যন্ত। কী যে হয়ে গেল! সেটা পরে বুঝব। উনি স্বর্ণালি সময়ের শিল্পী। সেই যুগের সকলেই চলে গিয়েছেন। উনি ছিলেন। উনিই শেষ সুরের ঝঙ্কার, সুরের স্পন্দন, গানের ইন্দ্রধনু। ওঁর গাওয়া কত গান মনে পড়ছে এখন।’

   

Advertisements

তিনি আরো জানান, ‘উনি আমাকে গান গাওয়ার অনুরোধ করতেন। ওঁকে কখনও কখনও গান শোনাতে হয়েছে। আমি অবাক হয়ে যেতাম সন্ধ্যা মুখোপাধ্যায় আমার কাছে গান শুনতে চাইছেন। জন্মদিনে ওঁকে ফোন করেছিলাম। তখন গান শোনাতে বলেছিলেন।’

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News