ভোজপুরি অভিনেত্রী আকাঙ্কা দুবে-র (Akanksha Dubey) মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। আকাঙ্কা দুবে আত্মহত্যা মামলায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন তথ্য। এবার এ বিষয়ে বড় তথ্য সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে আকাঙ্কা দুবের প্রেমিক সমর সিংকে। সমর সিংকে কিছুক্ষণের মধ্যে গাজিয়াবাদ আদালতে পেশ করা হবে। এখান থেকে প্রোডাকশন ওয়ারেন্টে তাকে বারানসীতে নিয়ে যাবে পুলিশ।
আকাঙ্কা দুবে আত্মহত্যা মামলায় চার্মস ক্রিস্টাল সোসাইটি রাজনগর এক্সটেনশন থেকে সমর সিংকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারের কাজটি করেছে বারাণসী পুলিশের আধিকারিকরা। আকাঙ্কার পরিবার সমর সিংকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে।
মামলার শুরুতেই সমর ও তার ভাইকে নোটিশ দিয়েছিল পুলিশ। আসলে, এটা বিশ্বাস করা হয়েছিল যে সমর এবং তার ভাই সঞ্জয় সিং দেশ থেকে পালানোর চেষ্টা করতে পারে, তাই পুলিশ ইতিমধ্যেই উভয় ভাইকে লুকআউট নোটিশ পাঠিয়েছিল। যাতে সে কোথাও বের হতে না পারে।
সবাই জানেন, ২৬ মার্চ বারাণসীর সারনাথ থানা এলাকার একটি হোটেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভোজপুরি অভিনেত্রী আকাঙ্কা দুবে। কেন এমন পদক্ষেপ নিলেন আকাঙ্কা দুবে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুর পর তার মা গায়ক সমর সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। একইসঙ্গে এই মামলায় আকাঙ্ক্ষার আইনজীবী বলেছেন, ময়নাতদন্ত রিপোর্টে তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ বিষয়ে পুলিশ কিছু বলতে রাজি নয়।
একই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টে আকাঙ্ক্ষার পরিবার পুরোপুরি আশ্বস্ত নয়। এই রিপোর্ট নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তিনি। যদিও পুলিশ বলছে, আত্মহত্যার আগে মদ খেয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে তেমন কিছু জানা যায়নি।