Tiger 3: এবার টাইগারের মিশন ব্যক্তিগত, জোরালো অ্যাকশন অবতারে ভাইজান

বলিউড সুপারস্টার সলমন খান আবারও দীপাবলিতে অ্যাকশন ও সাসপেন্স-থ্রিলারের চমৎকার মিশ্রণ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। দীপাবলির চেয়ে বেশি আতশবাজি ফাটাতে দেখা যাবে এবার সলমন খানের…

Tiger 3: এবার টাইগারের মিশন ব্যক্তিগত, জোরালো অ্যাকশন অবতারে ভাইজান

বলিউড সুপারস্টার সলমন খান আবারও দীপাবলিতে অ্যাকশন ও সাসপেন্স-থ্রিলারের চমৎকার মিশ্রণ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। দীপাবলির চেয়ে বেশি আতশবাজি ফাটাতে দেখা যাবে এবার সলমন খানের ছবিতে। হ্যাঁ! সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘টাইগার থ্রি’র ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেলারে সলমনের পাশাপাশি ক্যাটরিনা কাইফের অ্যাকশনও দেখা যাচ্ছে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো টাইগার থ্রি-র খলনায়ক অর্থাৎ ইমরান হাশমির এন্ট্রি।

২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার জুড়ে ধুমধুমার অ্যাকশন। সলমন তো বটেই ক্যাটরিনা কাইফও একেবারে রণংদেহি মূর্তিতে ধরা দিয়েছেন।টাইগার থ্রি-র ট্রেলার দেখে মনে হচ্ছে এবার অবিনাশ সিংয়ের মিশন ‘র’ নয়, ব্যক্তিগত হতে চলেছে। ট্রেলারের শুরুতে একজন মহিলাকে কথা বলতে দেখা যায়, যিনি বলছেন, দেশের শান্তি ও শত্রুদের মধ্যে কেবল একজন পুরুষের ব্যবধান রয়েছে। এরপর সলমন দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন এবং দৌড়ে ছাদে বাইক ছুড়ে দেন। অনেক অ্যাকশনের পর সলমনকে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোমান্স করতে দেখা যায়। ইমরান হাশমি বলেন, প্রত্যেক মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে পরিবার। টাইগার থ্রি’র গল্প শুরু হয় এখান থেকেই।

ইমরান হাশমি মুভিতে প্রবেশের সাথে সাথে সমস্ত বিষয় ধাপে ধাপে উন্মোচিত হয় এবং বোঝা যায় যে ইমরান হাশমি তার পরিবারকে হারানোর প্রতিশোধ নিতে এসেছেন।

Advertisements

এখন আসল গল্প কী হবে, তা জানার জন্যে ২০২৩ সালের ১২ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাইগার থ্রি (Tiger 3) ছবিতে সলমনের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা ও ইমরান হাশমি। সূত্রের খবর, একটি অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। যা হবে ছবির মূল আকর্ষণ।