Salman Khan: বোন অর্পিতার জন্মদিনে ভাইজানের দুর্মূল্য ছবি

বলিউডের ভাইজান সলমান খানকে (Salman Khan) তার বোন অর্পিতার সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায়।

Salman Khan's Heartwarming Birthday

বলিউডের ভাইজান সলমান খানকে (Salman Khan) তার বোন অর্পিতার সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায়। সলমান খান তার বোন অর্পিতা খান শর্মার জন্মদিন উপলক্ষে একটি অমূল্য ছবি শেয়ার করেছেন।

Advertisements

সলমান খান একটি বিরল ছবি সামনে এনেছেন। তিনি একটি পুরানো ছবি শেয়ার করতে তার সোশ্যাল মিডিয়ায়। যেখানে একজন তরুণ সলমানকে শিশু অর্পিতার সঙ্গে দেখা যায়। তার বোনকে শুভেচ্ছা জানিয়ে তিনি কেবল লিখেছেন, “শুভ জন্মদিন অর্পিতা।”

   

এই পোস্টটি ভক্তদের ভাইবোনের বন্ধন নিয়ে উচ্ছ্বাসিত করেছে। সালমান খান ও অর্পিতা শর্মা বরাবরই ঘনিষ্ঠ। সে হলেন সালমানের বাবা সেলিম এবং তার দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক কন্যা।

কাজের ফ্লোরে সালমান খানকে শেষ দেখা গিয়েছিল কিসি কা ভাই কিসি কি জান ছবিতে। এখন তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার 3-এ অভিনয় করতে চলেছেন।