Salman: বলিউডের ভাইজান অর্থাৎ সলমান খান তাঁর ফ্যাশনের জন্য সবসময়ই খবরে থাকেন। তিনি নিজের ড্যাশিং সোয়াগ এবং ফ্যাশন দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে সালমান খানের এয়ারপোর্ট লুক বেশ প্রশংসিত হচ্ছে। আসলে, সুপারস্টারকে শুক্রবার ভোরে মুম্বাই বিমানবন্দরে যেতে দেখা গিয়েছে। কড়া নিরাপত্তায় ছিলেন তিনি। এদিনই সলমানের লুক সবার নজর কেড়েছে। বেশ ফ্যাশনেবল স্টাইলে দেখা যাচ্ছে অভিনেতাকে।
এয়ারপোর্ট লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন সলমান। সলমান খান, যিনি প্রায়শই আধিপত্যবাদী মনোভাব রাখেন, আজকে খুব ঠান্ডা মেজাজে দেখা গিয়েছে। এর সাথে তাঁর পোশাক প্রচুর লাইমলাইট কেড়েছে। সালমানকে এদিন নীল টি-শার্ট ও কালো জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। তার মাথায় ভিনটেজ ক্যাপ দেখে সবার মনে পড়ে গেল তার পুরনো দিনের চেহারা।
তবে এদিন তাঁর (Salman) প্যান্ট সবচেয়ে বেশি লাইমলাইট আকর্ষণ করেছে। আসলে, তিনি যে সাদা ট্রাউজার প্যান্ট পরেছিলেন তাতে সালমানের মুখ ছাপানো ছিল। জ্যাকেট, মাথায় ক্যাপ এবং তার ছবি ছাপানো প্যান্ট পরা দাবাং খানের ফ্যাশন সর্বত্র প্রশংসিত হচ্ছে। একটি ভিডিও-ও প্রকাশিত হয়েছে যেখানে সুপারস্টারকে ফ্যাংকি লুকে মুখে হাসি নিয়ে মুম্বাই বিমানবন্দরে যেতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে রাজনীতিবিদ বাবা সিদ্দিকী ও তার ছেলে জিশান সিদ্দিকীকেও। ভিডিওতে সলমানকে বাবা সিদ্দিকী ও তার ছেলেকে উষ্ণভাবে আলিঙ্গন করতে দেখা যায়।
View this post on Instagram