ভাইজানকে নিয়ে ‘ব্রেকিং নিউজ’ দিলেন তরণ আদর্শ

salman khan

মুম্বই: গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। নানা মুনির নানা কথায় ভরে ছিল গসিফের হাঁড়ি। বাজারের মাঝে সেই হাঁটি ফাটালেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। ট্যুইট করেছেন, ‘ব্রেকিং নিউজ, ‘এক্সক্লুসিভ। সলমন খান, সাজিদ নাদিয়াদওয়ালা আসছেন ২০২৩-এর ইদে’।

সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির মুক্তি নিয়ে বেশ কিছু ধরে জল্পনা চলছে। সেই জল্পনায় জল দিলেন তরণ আদর্শ। ঘোষণা করলেন, ছবির মুক্তির দিন।

   

ফারহাদ সাজমের পরিচালনায় মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন সলমন খান এবং পূজা হেগড়ে।’ ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় সলমন খান ও পূজা হেগড়ের জুটিকে দেখতে পাবেন দর্শক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হবে।

সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে ‘কিক’ ছবিতে শেষবার সলমন খান কাজ করেছেন । যা ইদে পর্দাজুড়ে মুক্তি পেয়েছিল। এমনকি বক্স অফিসে ভালো ব্যবসা করে ‘কিক’। নির্মাতারা আশা করছেন সলমন-সাজিদ জুটির এই ছবিও বক্স অফিসে ভালো প্রভাব ফেলবে। যদিও ঠিক কবে এই ছবির শ্যুটিং শুরু হবে সেই প্রসঙ্গে সলমন খান কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।

এদিকে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘টাইগার থ্রি’-এর বাকি শ্যুটিং। অনেক আগেই শেষ হয়ে গিয়েছে বিদেশের বিভিন্ন লোকেশনে শ্যুটিং। এখন এদেশের কিছু অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে। যা আগামী ভ্যালেন্টাইন্স ডে-তে হওয়ার কথা। এই সিনেমায় ভাইজানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন