মুম্বই: বলিউড সুপারস্টার সালমান খান তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই ৬০ বছরে পা দিচ্ছেন ‘ভাইজান’ (Salman Khan)। তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজের অবস্থান পোক্ত করা সালমান খান বরাবরের মতোই এই বিশেষ দিনটি উদযাপন করতে চলেছেন অত্যন্ত ঘরোয়া পরিবেশে।
প্রতিবেদন অনুযায়ী, এবছরও সালমান খানের জন্মদিনের অনুষ্ঠান হবে তাঁর প্যানভেল ফার্মহাউসে। ঝাঁ-চকচকে পার্টি বা বিশাল তারকাসমাগম নয়, বরং পরিবার ও হাতে গোনা কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই কেক কাটবেন তিনি। বলিউডে যখন জন্মদিন মানেই বড় পার্টি ও তারকাখচিত অনুষ্ঠান, সেখানে সালমান খানের এই ব্যক্তিগত উদযাপন তাঁর স্বভাবসিদ্ধ সরলতাকেই তুলে ধরে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সালমান খানের জন্মদিনের অতিথি তালিকায় থাকবেন তাঁর পরিবারের সদস্যরা, দীর্ঘদিনের বন্ধুবান্ধব এবং এমন কিছু পরিচালক, যাঁদের সঙ্গে তিনি তাঁর সফল কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। ইচ্ছাকৃতভাবেই অতিথি সংখ্যা সীমিত রাখা হয়েছে, যাতে দিনটি পুরোপুরি ব্যক্তিগত ও শান্ত পরিবেশে কাটানো যায়।
প্যানভেল ফার্মহাউস সালমান খানের কাছে শুধু একটি বাড়ি নয়, বরং এক আবেগের ঠিকানা। মুম্বইয়ের কোলাহল থেকে দূরে এই ফার্মহাউসেই তিনি বহু গুরুত্বপূর্ণ সময় কাটান। জন্মদিন হোক কিংবা অন্য কোনও বিশেষ উপলক্ষ—এই জায়গিতেই তাঁকে সবচেয়ে বেশি স্বচ্ছন্দে দেখা যায়। প্রতিবছরই জন্মদিনে কেক কাটার সময় ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়ে ভাইজানের সেই পরিচিত হাসিমুখ, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়।
এবছরের জন্মদিনে থাকছে একটি আবেগঘন চমকও। সূত্রের খবর অনুযায়ী, সালমান খানের জন্য একটি বিশেষ ভিডিও ট্রিবিউট তৈরি করা হয়েছে। ওই ভিডিওতে তাঁর দীর্ঘ চলচ্চিত্র জীবনে যাঁরা পরিচালকের ভূমিকায় ছিলেন, তাঁরা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতি ভাগ করে নেবেন। সালমানের সঙ্গে কাজ করার গল্প, তাঁর পেশাদারিত্ব এবং ব্যক্তিত্ব—সবকিছুই উঠে আসবে এই বিশেষ ভিডিওতে।
এই জন্মদিন সালমান খানের জন্য আরও একটি কারণে বিশেষ। তিনি বলিউডের বিখ্যাত ‘খান ত্রয়ী’-র শেষ সদস্য যিনি ৬০ বছরে পা দিতে চলেছেন। এর আগে শাহরুখ খান ও আমির খান ইতিমধ্যেই এই মাইলফলক অতিক্রম করেছেন। ফলে সালমানের ৬০তম জন্মদিন যেন নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত বলিউডে খানদের আধিপত্যের এক প্রতীকী মুহূর্ত।
কাজের দিক থেকেও থেমে নেই ভাইজান। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার বাস্তব সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত। ছবিতে সালমানকে এক ভিন্ন ও গম্ভীর চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।


