সেটে অনিয়মিত? দাদাগিরি? মোক্ষম জবাব দিলেন সলমন

মুম্বই: বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ৷ তিনি নাকি শুটিংয়ে অনিয়মিত৷ ভাইজান ইচ্ছেমতো শুটিংয়ে আসেন আবার চলেও যান৷ পরিচালকের নির্দেশাবলী উপেক্ষা করে সেটে…

Salman Khan shooting controversy

মুম্বই: বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ৷ তিনি নাকি শুটিংয়ে অনিয়মিত৷ ভাইজান ইচ্ছেমতো শুটিংয়ে আসেন আবার চলেও যান৷ পরিচালকের নির্দেশাবলী উপেক্ষা করে সেটে ‘দাদাগিরি’ চালান তিনি। তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিং-এও এর ব্যতিক্রম হয়নি। এই অভিযোগের ভিত্তিতে নতুন করে সমালোচনা শুরু হয় তাঁর বিরুদ্ধে। (Salman Khan shooting controversy)

মুখ খুললেন সলমন Salman Khan shooting controversy

অবশেষে মুখ খুললেন সলমন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি আমি সত্যি অনিয়ম করতাম, তাহলে ১০০টিরও বেশি ছবি আমার ঝুলিতে থাকত না।” তিনি আরও জানান, তাঁরও একটি নির্দিষ্ট কাজের নিয়ম আছে, যেমন—অনেক অভিনেতা ভোর ৬টায় শুটিং শুরু করতে পারেন, কিন্তু তিনি সাধারণত সাড়ে ১১টা বা ১২টায় শুটিং শুরু করেন। ভাইজানের কথায়, “এটি আমার ব্যক্তিগত রুটিন। ভোরবেলা উঠে শরীরচর্চা করা, প্রয়োজনীয় নথিতে সই করা, ফোন কল করা—এগুলো সব সময় নিতেই হয়৷’’

   

সলমন আরও বলেন, “এটা কেউ বুঝতে চায় না। আমার দেরিতে আসা সবাই দেখে, কিন্তু কেউ এটা লক্ষ্য করে না যে, আমি শুটিংয়ে আসার পর চেয়ারে বসার পর্যন্ত সময় পাই না। কাজ শুরু করতেই একটি তাঁবু বসিয়ে দেওয়া হয়, আমার প্রয়োজন মেটানোর জন্য।”

Advertisements

গুজব ছড়ানো হয় Salman Khan shooting controversy

এছাড়া, সলমন জানান, তাঁর বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয় তা তিনি জানেন না। “এগুলোর জন্য আমাকে কিছু করতে হয় না, কিছু লোক নিজেরাই এসব ছড়ায়। তবে কেউ কখনো বলেনি যে, আমি কতটা কঠিন দৃশ্যে অভিনয় করি, কত স্টান্ট দিতে হয়।”

সলমনের এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন তাঁর ‘সিকন্দর’-এর নায়িকা রশ্মিকা মন্দনা। তিনি জানান, শুটিংয়ের আগে সলমন সম্পর্কে তাঁর অনেক ভুল ধারণা ছিল, তবে সলমনের সঙ্গে কাজ করার পর তাঁর ধারণা পুরোপুরি বদলে গিয়েছে।

সলমনের কথায়, তাঁর শিডিউল এবং কাজের প্রতি কমিটমেন্টে কোনও ঘাটতি নেই, বরং গুজব এবং অযাচিত সমালোচনাই তাঁর নাম খারাপ করছে।

Entertainment: Bollywood superstar Salman Khan faces allegations of irregularity during shoots and ignoring directors’ instructions. Addresses controversy surrounding new film ‘Sikandar,’ reveals personal routine and dismisses rumors. Highlights his work ethic amid criticism.