Salman Khan: ফের বিপদে সালমান খান! খামারবাড়িতে গ্রেফতার 2 সন্দেহভাজন

Salman Khan

Salman Khan: সালমান খানের নিরাপত্তা ভঙ্গ? ভাইজানের জীবন ফের ঝুঁকিতে? বলিউডের একজন বিখ্যাত অভিনেতা হিসাবে ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য মরিয়া হয়ে থাকেন। সলমানও ভক্তদের সঙ্গে খোলামেলা দেখা করেন। তবে আজকাল ভাইজানের নিরাপত্তাও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

একাধিকবার লরেন্স বিষ্ণয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান। এরপর বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা। একবার বিষ্ণোই গ্যাং প্রকাশ করেছিল যে তাঁর অভিনেতাকে তাঁদের পানভেল ফার্ম হাউসে হত্যা করার পরিকল্পনা রয়েছে। এরই মাঝে ওই (Salman Khan) খামারবাড়িতে দুই সন্দেহভাজনের ঢোকার চেষ্টা সত্যিই উদ্বেগজনক।

   

বৃহস্পতিবার বিকেল ৪টের সময় দুই সন্দেহভাজন নাভি মুম্বাইয়ের পানভেলে অবস্থিত অভিনেতার ফার্ম হাউসে জোর করে প্রবেশের চেষ্টা করেছিল বলে খবর। তাঁদের দেখে সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা যথারীতি বাধা দেন। এরপর ফার্ম হাউসের ম্যানেজারকেও ডাকা হয়। যদিও দুজনেই নিজেদের সালমান খানের (Salman Khan) ভক্ত বলে পরিচয় দিয়েছেন। তবে নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তারক্ষী দুই যুবককে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ এরইমধ্যে এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

নভি মুম্বাই পুলিশ সূত্রে খবর, এই দুই যুবকই সন্দেহভাজন। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড পাওয়া গিয়েছে। দুজনেই নাম হল আজেশ কুমার গিল এবং গুরুসেবক সিং। জিজ্ঞাসাবাদে তাদের পাঞ্জাব ও রাজস্থানের থাকার তথ্য বেরিয়ে এসেছে। এই বিষয়টিও বেশ সন্দেহজনক। বর্তমানে উভয় যুবকই পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements