Home Entertainment Shehnaz Gill-Salman Khan: পারিশ্রমিক টু শ্যুটিং ডেট সবেতে স্বাধীনতা, শেহনাজে মজে ভাইজান

Shehnaz Gill-Salman Khan: পারিশ্রমিক টু শ্যুটিং ডেট সবেতে স্বাধীনতা, শেহনাজে মজে ভাইজান

salman-khan-new-love-interest-of-shehnaz-gill

ভাইজানের মনে যখন কেউ রাজত্ব করেন, তার জন্য সব কিছু করতে রাজি তিনি। অতীত বলছেন, সলমনের হাত ধরে বলিউডে অভিষেক থেকে কেরিয়ায় তৈরি করেছেন অনেকেই। সেই তালিকায় এবার নাম উঠতে চলেছে শেহনাজ গিলের (Shehnaz Gill)। এমনটাই জল্পনা চলছে বি-টাউন।

Advertisements

শনের সঙ্গে গোয়ায় পিহু! রোহন-সৃজলা বিচ্ছেদের গল্পে মম টলিপাড়া

   

সলমনের ছবিতে বলিউড কেরিয়ার শুরু করতে চলেছেন শেহনাজ, এখবর নতুন কিছু নয়। কিন্তু শোনা যাচ্ছে, ‘ভাইজান’ যখন ছবিতে কাজের প্রস্তাব দেন শেহনাজকে, তিনি নাকি এ-ও বলেছিলেন, ‘পারিশ্রমিক তুমি নিজেই বলো। প্রযোজক বলবে না। তোমার যতটা ইচ্ছে, চেয়ে নাও।’ এখানেই শেষ নয়! অভিনেত্রীকে তাঁর নিজের সময়সূচি অনুযায়ী শ্যুটিংয়ের তারিখ বাছাই করার স্বাধীনতাও দিয়েছেন সলমন। আর তাতেই ভালবাসার গন্ধ পাচ্ছে বি-টাউন। নিন্দুকেরা বলছেন, ‘ সুলতানের মন গলেছে পাঞ্জাবী কুরিতে’। যদি ভাইজান অনেকবার জানিয়েছেন, ‘ শেহনাজের জীবনের বিভিন্ন ওঠাপড়ার মাঝেও তাঁর অবিকৃত সারল্য এবং সততা তাঁকে মুগ্ধ করে’।

তীব্র গরমে বদল বাংলা ধারাবাহিকে

তবে সে যাই হোক। শেহনাজের বলিউড এন্ট্রির খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এখন থেকে বড়পর্দায় শেহনাজকে দেখার দিন গুনছেন তাঁরা। এদিকে একাধিক কাজে ব্যস্ত অভিনেত্রী। তাছাড়া একটি পঞ্জাবি ছবির কাজ চলছে।

প্রসঙ্গত, সলমন খান প্রযোজিত ‘কভি ইদ কভি দিওয়ালি’ দিয়ে বলিউডে পা রাখছেন শেহনাজ। খবর বলছে, আয়ুষ শর্মার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাঁকে।

Advertisements