Salman Khan: ‘ডেভিল ইজ ব্যাক’ প্রকাশ্যে এল ‘কিক ২’-এর ফার্স্ট লুক

kick-2-salman

বলিউডের ভাইজানকে (Salman Khan) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় অনুরাগীরা। চলতি বছর ঈদে তার আসন্ন ছবি ‘সিকান্দার’ এর ঘোষণা করেন সলমান (Salman Khan)। যা ২০২৫ সালে মুক্তি পাবে। এর পর থেকে সলমান ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ একদম তুঙ্গে ছিল।

Advertisements

এর মাঝেই সলমানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘কিক ২’-এর সিক্যুয়াল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। শুধু তাই নয় ‘কিক ২’ ছবিতে সলমানের ফার্স্ট লুকও সামনে এল এদিন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) এদিন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সলমানের একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন ‘এটি একটি দুর্দান্ত কিক 2 ফটোশুট ছিল সিকান্দার…!!!গ্র্যান্ড থেকে সাজিদ নাদিয়াদওয়ালা।’

কিক-২-এর সালমান খানের ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তরাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন, ‘ডেভিল ইজ ব্যাক ‘। আরেকজন লিখেছেন, ‘কিক 2 এর জন্য খুব উত্তেজিত।’, তৃতীয়জন লিখেছেন, ‘আসল শো এখন শুরু হতে চলেছে কারণ ডেভিল আসতে চলেছে’।

প্রসঙ্গত, সাজিদ নাদিয়াদওয়ালা এবং সালমান খান ২০১৪ সালে ‘কিক’ ব্লকবাস্টার হিট হয়েছিল বক্স-অফিসে। পরিচালক হিসেবে এটিই ছিল সাজিদের প্রথম ছবি। সালমান ছাড়াও এই ছবিতে দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেস ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

Advertisements

উল্লেখ্য, সলমান (Salman Khan) বর্তমানে ব্যস্ত রয়েছে ‘সিকান্দর’ ছবির শুটিং নিয়ে। এ আর মুরুগাদোসের পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন সলমান খান এবং রশ্মিকা মান্দানা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা।

ছবিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরও এক দক্ষণী অভিনেত্রী কাজল আগরওয়ালকে (Kajal Aggarwal)। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বরুণ ধাওয়ানের ভাইঝি অঞ্জিনী ধাওয়ানকেও দেখা যাবে ‘সিকান্দার’। একই ছবিতে তিন অভিনেত্রী নিয়ে ২০২৫ সালের ঈদে কি চমক দেবেন ভাইজান, সেই দিকে তাকিয়ে রয়েছে সব সিনেপ্রেমীরা।