পঞ্চায়েত’ এর তৃতীয় সিজিনের জন্য কত পারিশ্রমিক পেলেন অভিনেতারা ? জানলে চমকে যাবেন !

‘পঞ্চায়েত’ এর গল্প ফুলেরা গ্রাম এবং তার সচিবজি, প্রধানজি, এবং গ্রামের অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত। শোনা যাচ্ছে, আমাজন প্রাইম ভিডিওর পঞ্চায়েত’ এর তৃতীয় সিজেন…

panchayet

‘পঞ্চায়েত’ এর গল্প ফুলেরা গ্রাম এবং তার সচিবজি, প্রধানজি, এবং গ্রামের অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত। শোনা যাচ্ছে, আমাজন প্রাইম ভিডিওর পঞ্চায়েত’ এর তৃতীয় সিজেন সর্বাধিক রেটিং পেয়েছে’।স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, এই সিরিজের জন্য কিরকম পরিশ্রম পেতে পারেন ওয়েব সিরিজ এর বহু পরিচিত মুখরা ?

এর সিরিজ এর প্রথম সিজেন মুক্তি পায় ২০২০ সালে। ফুলের গ্রামের সচিবের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতেন্দ্র কুমার। প্রথম সিজেন থেকেই সর্বকদের মন জয় করেছেন জিতেন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে , ‘পঞ্চায়েত’ সিরিজের প্রতি পর্বে ৭০ হাজার টাকা পেয়েছেন জিতেন্দ্র । সেই অনুযায়ী তিন সিজন মিলিয়ে তাঁর মোট আয় দাঁড়ায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং তিনিই এই সিরিজের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন।

   

এরপরেই আছেন ওয়েব সিরিজে মঞ্জু দেবী দুবে ওরফে প্রধানজির চরিত্রে নীনা গুপ্ত। ওয়েব সিরিজে মঞ্জু দেবী শান্তশিষ্ট, এবং বলিষ্ঠ একজন মহিলা , যিনি মতপ্রকাশের স্বাধীনতা রাখেন। এই চরিত্রের জন্য প্রতি পর্বে ৫০ হাজার টাকা পেয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। এতে তার মোট আয় গিয়ে দাঁড়ায় চার লক্ষ টাকা।

প্রধানজির স্বামী ব্রিজভূষণ দুবের চরিত্রে রয়েছেন রঘুবীর যাদব। পোড় খাওয়া রাজনীতিবিদ, এই প্রধানপতির চরিত্রে অভিনয় করা রঘুবীর প্রত্যেক পর্বের জন্য পেয়েছেন ৪০ হাজার টাকা এবং এখনও পর্যন্ত পেয়েছেন তিন লক্ষ ২০ হাজার টাকা।ফুলেরা গ্রাম পঞ্চায়েতের সহকারী বিকাশের চরিত্রে রয়েছেন চন্দন রায়। দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন তিনিও। প্রত্যেক এপিসোডে তিনি পেয়েছেন ২০ হাজার টাকা ।এই পরিসংখ্যান সংগৃহীত তথ্য এবং এর সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবুও তথ্যগুলি চমকে দিয়েছে সিরিজ এর অনুরাগীদের। পরবর্তী সিজিনের অপেক্ষায় রয়েছেন তারা।