করণ জোহারের হাত ধরে বলি পাড়ায় নাম লেখাতে চলেছেন ইব্রাহিমও!

বর্তমানে ধীরে ধীরে বলিউডে পা রাখতে শুরু করছে স্টার কিডসরা। এর আগে শ্রীদেবীর মেয়ে, চাংকি পান্ডের মেয়ে, সাইফ আলী খানের মেয়ে পা রেখেছে বলিউডে। সম্প্রতি বলিউডে পা রেখেছে শাহরুখ খানের মেয়ে। এবার জানা যাচ্ছে করণ জোহারের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছে সাইফ আলী খানের ছেলে। যদিও ইব্রাহিম যে বলিউডে পা রাখছে তা অনেক আগে থেকেই রটে গিয়েছিল। বলিউডের অন্দরের খবর অনুযায়ী, করণ জোহরের প্রোডাকশনে তৈরি নতুন ছবিতেই অভিষেক হতে চলেছে সইফপুত্র ইব্রাহিমের।

জানা গিয়েছে, জনপ্রিয় তামিল ছবি ‘হৃদয়মে’র হিন্দি রিমেক তৈরি করছেন করণ জোহর। আর সেই ছবিতেই নায়ক হিসেবে দেখা যাবে ইব্রাহিমকে। তামিল ছবি ‘হৃদয়ম’ থেকেই সিনেমার পর্দায় পা রাখেন মোহনলালের ছেলে প্রণব মোহনলাল। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। করণ জোহরের আশা, এই ছবি দিয়ে সইফপুত্রর অভিনয়ে হাতে খড়ি হলে খুব ভালো হবে।

   

অন্যদিকে, বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ইব্রাহিমের বিপরীতে থাকবে অন্য আরেকজন স্টার কিডস। গুঞ্জন উঠেছে থাকতে পারেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। প্রায় ৫ বছর পর ‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবি তৈরি করছেন। এই ছবিতে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই ছবির শুটিং মোটামুটি শেষের পর্যায়ে। তারই মাঝে নতুন অ্যাকশন ছবির ঘোষণা করেছেন করণ জোহর। আর এবার সইফের ছেলেও করণের হাত ধরেই সিনেমায় পা রাখছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন