‘বাবা, তুমি কি মরে যাবে?’ রক্তাক্ত সইফকে দেখে আতঙ্কিত ৮ বছরের তৈমুরের প্রশ্ন

গত ১৬ জানুয়ারি রাতে এক বিপজ্জনক ঘটনার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) । রাত আনুমানিক ২টার দিকে এক আততায়ী…

saif-ali-khan-taimur-took-him-hospital-after-attack-reason

গত ১৬ জানুয়ারি রাতে এক বিপজ্জনক ঘটনার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) । রাত আনুমানিক ২টার দিকে এক আততায়ী সইফকে ছুরি দিয়ে আক্রমণ করে। তবে অভিনেতা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। আক্রমণকারী কে? তিনি কীভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন? আক্রমণের উদ্দেশ্য কী ছিল? অভিনেতার বাসভবনে ঠিক কী ঘটেছিল? পুলিশকে বয়ান দেওয়ার পরও সংবাদমাধ্যমে মুখ খোলেননি তিনি বা করিনা। তবে অবশেষে সইফ জানালেন সেইদিন ঠিক কী ঘটেছিল।

অভিনেতা (Saif Ali Khan) বলেন, “সারা শরীর থেকে রক্ত ঝরছে, দেখে তৈমুর প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। আমাকেই আঁকড়ে অসহায়ের মতো জিজ্ঞাসা করেছিল, ‘বাবা, তুমি কি মরে যাবে?’” একই অবস্থা ছিল করিনারও। সইফকে রক্তাক্ত অবস্থায় দেখে কিছুতেই বুঝতে পারছিলেন না অভিনেত্রী। একপর্যায়ে চিৎকার করে আশপাশের সকলকে ডাকছিলেন। তবে পড়শিরা ছিলেন গভীর ঘুমে, কেউ তাঁর ডাক শুনতে পাননি।

   

সইফ (Saif Ali Khan) পরিবারের সকলকে আতঙ্কিত দেখে তিনি নিজেই আশ্বস্ত করেন। তিনি বলেন, “তোমরা চিন্তা কোরো না। ঠিক আছি। আমি মরব না!” সইফের কথায়, ইব্রাহিম ও সারা আলি খানও ওই রাতে তাঁর পাশে ছিলেন। শেষপর্যন্ত। তাঁর এক বন্ধু এবং ৬ বছরের তৈমুর সইফকে অটোয় করে লীলাবতী হাসপাতালে নিয়ে যান।

সেই রাতে কি ঘটেছিল, তা নিয়েও সইফ জানিয়েছেন। তিনি বলেন, “বিছানায় লাঠির মতো কিছু একটা রাখা ছিল। ছেলেকে দেখে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলি। ঝাঁপিয়ে পড়ি আততায়ীর উপরে। ধ্বস্তাধ্বস্তির মধ্যে ছুরির আঘাতে শরীরে প্রচণ্ড ক্ষত হয়।” সইফ জানান রাতের ভয়াবহতা মুখ বুজে সহ্য করেছেন কেবল পরিবারকে রক্ষা করার জন্য।

এছাড়ও সইফ (Saif Ali Khan) জানিয়েছেন, ১৬ জানুয়ারির রাতের ঘটনা সম্পর্কে জানিয়ে গীতা নামক কর্মী তাঁকে ঘুম থেকে তোলেন। কর্মী তাঁকে বলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুরি হাতে জেহ্‌কে ধরে টাকা চাইছিল। রাত তখন দুইটা। সইফ এবং করিনা দ্রুত ছোট ছেলের ঘরের দিকে দৌড়ে যান।