আক্রান্ত সইফ আলি খান, বাড়িতে ঢুকে কোপানো হল অভিনেতাকে, ভর্তি হাসপাতালে

মুম্বই: বলিউড তারকা সইফ আলি খানের উপর হামলা৷ বাড়িতে ঢুকে ছুরি দিয়ে কোপানো হল তাঁকে৷  রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সইফকে।  (saif ali khan…

saif ali khan attacked with knife hospitalised

মুম্বই: বলিউড তারকা সইফ আলি খানের উপর হামলা৷ বাড়িতে ঢুকে ছুরি দিয়ে কোপানো হল তাঁকে৷  রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সইফকে।  (saif ali khan attacked with knife hospitalised )

মধ্য রাতে হামলা saif ali khan attacked with knife hospitalised

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ২টো নাগাদ সইফের বান্দ্রার বাড়িতে ঢুকে হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতী সইফের বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ ছুরি নিয়ে অভিনেতার উপর হামলা চালায় সে। রাতেই অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।

   

জানা যাচ্ছে, এদিন রাতে ওই দুষ্কৃতী সইফের ঘরে ঢুকতেই অভিনেতার ঘুম ভেঙে যায়। তিনি দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখনই ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সইফকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় সে৷ 

স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে থাকেন সইফ saif ali khan attacked with knife hospitalised

মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি বিলাসবহুল আবাসনে থাকেন সইফ। অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুরও এই ফ্ল্যাটেরই বাসিন্দা। সইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুপুত্র তৈমুর এবং জেহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই দুষ্কৃতী যখন সইফের বাড়িতে ঢোকে, তখন সকলেই ঘুমোচ্ছিলেন৷ আওয়াজ পেয়ে ঘুম ভাঙে তাদের৷ সেই সময়ই এই হামলা চলে৷ 

একাধিক চোট 

হাসপাতাল সূত্রে খবর, একাধিক জায়গায় ক্ষত হয়েছে অভিনেতার। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে৷ সইফের হাতে, গলায় এবং পিঠে চোট রয়েছে। তবে চিকিৎসকেরা সবচেয়ে বেশি চিন্তিত তাঁর পিঠের চোট নিয়ে। কারণ মেরুদণ্ডের খুব কাছেই ধারাল জিনিসের আঘাত লেগেছে। আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, বিপদ কাটেনি বলেই হাসপাতাল সূত্রে খবর৷ লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী চিকিৎসক নীরজ উত্তমানি জানিয়েছেন, ভোর সাড়ে ৩টে নাগাদ সইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত রয়েছে। তার মধ্যে দু’টি ক্ষত বেশ গভীর৷ আজ, বৃহস্পতিবারই অস্ত্রোপচার করা হবে তাঁর৷ গঠন করা হচ্ছে বিশেষ মেডিক্যাল টিম৷ 

ঘটনার তদন্ত শুরু 

এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ৷ ওই দুষ্কৃতীর খোঁজ শুরু হয়েছে৷ তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এক পুলিশ আধিকারিক বলেন, “সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক চোট রয়েছে৷ তবে এটা স্পষ্ট নয় যে, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।”