Sunday, December 7, 2025
HomeEntertainmentহামলাকারী এখনও ধরা পড়েনি! সইফের উপর আক্রমণের ঘটনায় পুলিশের বিভ্রান্তি

হামলাকারী এখনও ধরা পড়েনি! সইফের উপর আক্রমণের ঘটনায় পুলিশের বিভ্রান্তি

- Advertisement -

বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনাটি সম্প্রতি তোলপাড় সৃষ্টি করেছে। ১৬ জানুয়ারি ভোর রাতে সইফের ঘরে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। প্রথমে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকা ব্যক্তি সইফ আলি খানের সঙ্গে ঝগড়া শুরু করে। পরে ছুরি দিয়ে সইফকে আক্রমণ করে। এই হামলার পরপরই পুলিশ (Police investigation) হামলাকারীকে ধরতে তৎপর হয়ে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে। ১৭ জানুয়ারি অবেশেষ পুলিশের জালে পরে হামলাকারি, তাকে হেফাজতে নেওয়া হয়। 

মুম্বাই পুলিশ (Mumbai police) এই ঘটনার তদন্ত করতে গিয়ে এক অদ্ভুত বিভ্রান্তির মুখে পড়ে। আসলে পুলিশ যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। যার আক্রমণকারীর সঙ্গে চেহারায় কিছুটা মিল ছিল। ওই ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। 

   

তবে পরে পুলিশের (Mumbai police) পক্ষ থেকে জানানো হয় এই ব্যক্তি হামলাকারী নয়। অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার সঙ্গে এই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। পুলিশ আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বলে রাখি, অভিযুক্তের চেহারার সঙ্গে এই ব্যক্তির চেহারা মিল ছিল। বিভ্রান্তির কারণে পুলিশ এই ভুল করেছে বলে জানা যায়। 

বর্তমানে মুম্বাই পুলিশ (Mumbai police) সইফ আলি খানের উপর হামলার সঙ্গে জড়িত আসল ব্যক্তিকে ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তবে উদ্বেগের বিষয় হল, যে ব্যক্তি ছোট নবাবকে (Saif Ali Khan) ছয়বার ছুরিকাঘাত করে আহত করেছিল সে এখনও পলাতক। এই অবস্থায় সইফের নিরাপত্তা এবং মুম্বাইয়ে সেলিব্রেটিদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে। 

উল্লেখ্য, সইফ (Saif Ali Khan) বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সইফের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আরও কিছু দিন বিশ্রামে থাকতে হবে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। তিনি শিগগির সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular