সম্প্রতি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর (Sai Pallavi) একটি ভিডিও ব্যাপক হারে সামজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে অভিনেত্রীর এমন কিছু মন্তব্য করেছেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। ভিডিওতে তিনি ভারতীয় সেনাবাহিনীকে সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করেছেন, যা নিয়ে সামাজ মাধ্যমে বাজেভাবে ট্রোলড হচ্ছেন। তিনি (Sai Pallavi) বলেন, ‘পাকিস্তানি নাগরিকদের কাছে ভারতীয় সেনাবাহিনী একটি সন্ত্রাসী গোষ্ঠীর মতো।’
সাই পল্লবীর (Sai Pallavi) ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি ২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত একটি সাক্ষাৎকারে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘পাকিস্তানের মানুষ মনে করে আমাদের সেনাবাহিনী একটি সন্ত্রাসী গোষ্ঠী, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তাই দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমি সহিংসতা বুঝি না।’ যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। এখন তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।
একজন নেটিজেন লিখেছেন, ‘ভারত কি কখনও অন্য দেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, যাতে এটি সন্ত্রাসী হিসাবে বিবেচিত হয়? ভারত কি সবসময় পাকিস্তান ও চীনের কাছ থেকে তার ভূখণ্ড রক্ষার লক্ষ্য নয়? তাহলে ভারতীয় সেনাদের কেন সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয়?’
So Sad this Communist Sai Pallavi is playing role of Sita Ma in Ramayan
She is saying Pakistan people see Indian Army as terrorists . Previously she equated Go Rakshaks with Osama
It’s a shame for all the Hindus and insult for our faith pic.twitter.com/RPH20BeKzT
— Rudra Varma (@VarmaWarrior) October 24, 2024
অন্য একজন লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে কমিউনিস্ট সাই পল্লবী রামায়ণে সীতা মায়ের ভূমিকায় অভিনয় করছেন। তিনি বলছেন, পাকিস্তানের মানুষ ভারতীয় সেনাবাহিনীকে সন্ত্রাসবাদী হিসেবে দেখে। এর আগে তিনি ওসামার সঙ্গে গো-রক্ষকদের তুলনা করেছিলেন।’
উল্লেখ্য, সাই পল্লবীকে (Sai Pallavi) নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে। এই ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরে সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। ছবিতে রাবণের চরিত্রে দেখা দক্ষিণী সুপারস্টার যশকে। তবে নির্মাতাদের তরফে ছবি প্রসঙ্গে কোন অনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।