কলকাতা: হঠাৎ অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ তিনি৷ অভিনয়ের পাশাপাশি গায়ক হিসাবেও খ্যাতি রয়েছে সাহেবের৷ আচমকা কী হল অভিনেতার? (Saheb Chattopadhyay hospitalized)
হাসপাতাল থেকেই পোস্ট Saheb Chattopadhyay hospitalized
২৭ ডিসেম্বর জন্মদিন ছিল অভিনেতার৷ ২৫ ডিসেম্বর, শারীরিক সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি৷ হাসপাতালের শয্যা থেকেই ভক্তদের অসুস্থতার খবর জানালেন সাহেব৷ স্যোশাল মিডিয়ায় শারীরিক অসুস্থতার কথা পোস্ট করেন অভিনেতা৷ ক্ষমাও চাইলেন সকলের কাছে৷ সাহেব লিখেছেন, ‘‘শারীরিক অসুস্থতার জন্য গত ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাকে। সেই কারণে ২৬ এবং ২৮ তারিখের দুটি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। এর জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ আশা করব, ওনারা আমার পরিস্থিতি বুঝবেন।’’
দীর্ঘ পোস্টে সাহেব আরও লিখেছেন, ‘‘হাসপাতালে থাকার দরুণ যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের আমি কোনও উত্তর দিতে পারিনি। এটা আমার ৪৮ তম জন্মদিন ছিল। দুঃখের বিষয় এই প্রথম আমার জন্মদিনে মা, স্ত্রী ও সন্তানদের থেকে দূরে থাকতে হল। যে ২৮ জন প্রতিবেশী আমাকে প্রতিবছর শুভেচ্ছা জানায়, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। এই মানুষগুলো পাশে থাকায় নিজেকে সত্য়িই ভাগ্যবান বলে মনে হয়।”
কী হয়েছে অভিনেতার? Saheb Chattopadhyay hospitalized
সাহেব জানান, নতুন ছবির শুটিং শেষ করে কলকাতা ফেরার পর হঠাৎ করে গলা ব্যথা শুরু হয় তাঁর৷ সেই সঙ্গে জ্বর। প্রচণ্ড গলা ব্যথায় ঢোক গিলতেও পারছিলেন না। সাহেব বলেন, ‘‘মনে হচ্ছিল গলার কাছে কী যেন একটা আটকে রয়েছে৷ তাই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে যাই। এখন অবশ্য আগের চেয়ে অনেকটাই ভালো আছি।”
Entertainment: Popular Tollywood actor Saheb Chattopadhyay hospitalized on December 25 due to health issues. The actor, who celebrated his 48th birthday in the hospital, had to cancel events on December 26 and 28. He shared his condition and apologized on social media.