কলকাতা: কলকাতা আবারও চাঞ্চল্যে। টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত ফের গ্রেফতার হলেন চুরির অভিযোগে। সাড়ে তিন বছর আগে বইমেলায় পকেটমারির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এবার পোস্তা এলাকার চুরির ঘটনায় তাঁকে পাকড়াও করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
কেনাকাটার সময় চুরি
পুলিশ সূত্রে খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ অর্থ চুরি হয়। হারানো সামগ্রীর মধ্যে ছিল প্রায় ২০ গ্রামের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় অভিনেত্রী রূপা দত্তকে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে প্রায় ৬৩ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই ধরনের ঘটনায় আগেও গ্রেফতার Rupa Dutta Arrested Second Time
উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা বইমেলায় একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রূপা দত্ত। সেবার এক পুলিশকর্মীর চোখে পড়ে যায় যে, তিনি একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর ব্যাগ থেকে নগদ প্রায় ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।
‘জয় মা বৈষ্ণোদেবী’ নামের জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রূপা দত্ত। বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তবে পরে জানা যায়, যিনি তাঁকে বার্তা পাঠিয়েছিলেন, তিনি আদতে অনুরাগ কাশ্যপ নন।
বর্তমানে রূপা দত্তকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের অনুমান, এর পেছনে একটি বড় চুরি চক্র সক্রিয় থাকতে পারে। তদন্ত চলছে।



