টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের রোজই প্রায় নানা ধরনের পোস্ট দেখতে পাওয়া যায় তার ইনস্টাগ্রাম একাউন্টে। কিন্তু অভিনেত্রীর কাছে আজকের দিনের ছবি পোস্টটা অন্যদিনের থেকে একটু অন্যরকম, একটু স্পেশালও বটে।
কারণ, রুক্মিণীর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা সদ্য একটি ফটোয় দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী সঙ্গে রয়েছে তার ছোটো রাজকুমারী। অর্থাৎ রুক্মিণীর সাথে রয়েছে তার ছোটো ভাইঝি, আমায়রা। আজ অভিনেত্রীর ভাইঝির জন্মদিন উপলক্ষে আমায়রার সাথে তোলা একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন। ফটোটি আপলোড করে অভিনেত্রী লিখেছেন, “শুভ অষ্টমতম জন্মদিন আমার সোনা! শুভ শুভ শুভ জন্মদিন আমার ভালোবাসা। প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ”।
এই ছবিতে অভিনেত্রী ও তার ভাইঝির পরনে রয়েছে কালো পোশাক। এই ফটোর মধ্যে দিয়ে তাদের সম্পর্কটা ঠিক কতটা মধুর তার প্রতিফলন ঘটছে। ফটোটি পোষ্ট করা মাত্রই লাইক পেরিয়েছে ১৭হাজার। শুভেচ্ছাতে ভরে গিয়েছে কমেন্ট বক্স।