হলুদ পোশাকে প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী

বাংলা সিনেমা জগতের সত্য মুক্তি প্রাপ্ত ‘কাছের মানুষ’ সিনেমাটির মুখ্য অভিনেতা ও প্রযোজক দেব এখন পুরো ছুটির মুডে। আর দেব যখন ছুটির মুডে তখন বলাই…

rikhmani

বাংলা সিনেমা জগতের সত্য মুক্তি প্রাপ্ত ‘কাছের মানুষ’ সিনেমাটির মুখ্য অভিনেতা ও প্রযোজক দেব এখন পুরো ছুটির মুডে। আর দেব যখন ছুটির মুডে তখন বলাই বাহুল্য যে, তার প্রিয় কাছের বান্ধবী অভিনেত্রী রুক্মিণীও রয়েছে তার সাথে। এই দুই টলিউড তারকা জুটি ছুটি কাটাতে গেছে শুধু সুদূর গ্রীসে। বিগত কয়েকদিন ধরেই অভিনেতা অভিনেত্রী দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই গ্রীসের বিভিন্ন প্রান্তের ফটো পোস্ট করা হচ্ছে। দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাছের মানুষ সিনেমাটি রিলিজ করা মাত্রই দূর্গা পূজার মধ্যেই এই জুটি বেরিয়ে পড়েছেন ভ্রমণে।

https://www.instagram.com/p/CjhtKNlqgTL/?igshid=YjkyYjQxZDk=

   

Advertisements

অভিনেত্রী রুক্মিণী সত্য একটি ফটো পোস্ট করেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে অভিনেত্রী পরনে রয়েছে স্লীভলেস হলুদ রঙের পোশাক। এই পোশাকে তাকে লাগছে ল্যাশ্যময়ী। রুক্মিণীর আসন্ন ছবি বিনোদিনী সিনেমার পোস্টারের মধ্যেই প্রকাশ পেয়েছে দর্শকদের কাছে। পোস্টারটি যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে দর্শকদের থেকে। এই অভিনেত্রী প্রধানত প্রাথমিকভাবে মডেল ছিলেন, পরবর্তীকালে তিনি জেম সিনেমার মাধ্যমে ২০১৭ সালে প্রযোজক দীপক অধিকারীর হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনেত্রী সদ্য পোস্ট করা ইনস্টাগ্রাম এর ফটো লাইক পেরিয়েছে ১১ হাজার ওপরে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News