HomeEntertainmentPramita chakraborty: 'বিয়ের পর রুদ্র ৩৬০ ডিগ্রি বদলে গিয়েছে' প্রমিতা

Pramita chakraborty: ‘বিয়ের পর রুদ্র ৩৬০ ডিগ্রি বদলে গিয়েছে’ প্রমিতা

- Advertisement -

‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে প্রথম জুটি হয়ে পর্দা ভাগ। প্রেম শুরু। ( Pramita chakraborty) ২০২১-এ প্রেম দিবসে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। শহর থেকে দূরে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সপরিবার ভালবাসা উদযাপন করেছিলেন যুগলে। ২০২২ কেমন আছেন তাঁরা? যুগলের কথায় খুব ভালো আছেন দুজনে। তবে প্রমিতা জানিয়েছে, ‘বিয়ের আগে রুদ্র এক রকম ছিল। এখন প্রায় ৩৬০ ডিগ্রি বদলে গিয়েছে! আগের সঙ্গে এখনকার রুদ্রজিৎকে মেলাতে গেলে আকাশ-পাতাল ফারাক।’’ তার পরেই অবশ্য আশ্বস্ত করেছেন প্রমিতা, যা বদল হয়েছে পুরোটাই ইতিবাচক। আগে নাকি কথায় কথায় রুদ্র মূর্তি ধরতেন অভিনেতা। এখন তুলনায় শান্ত। একই সঙ্গে খুব গোছানোও হয়ে গিয়েছেন। বাবাকে হারিয়ে রুদ্রজিৎ প্রচণ্ড পরিণত। স্বামীকে নতুন রূপে পেয়ে প্রমিতা তাই দারুণ খুশি।’

 উত্তম কুমারের প্রিয় পদ, সঙ্গে কাজুরী গুহের রেসিপি 

   

একই সঙ্গে তিনি বলেন ( Pramita chakraborty ) , ‘আমি রুদ্রকে এখন বুঝতে পরি। অনেকবারই বলেছিলাম ও খুব রাগি। ওর রাগ হতে খুব জটিল বিষয়ের দরকার হয় না। খুব ছোট ছোট বিষয় রেগে যায়। আগে এটা নিয়ে ভাবলেও এখন ওই রাগটাকে বেশি গায়ে মাখি না। বরং ও যেদিন রেগে যায় সে দিন আমি ওর ‘রাগ ডে’ বলে সম্বোধন করি’।

তবে শুধু রাগ নয় প্রমিতাকে বাড়ির কাজে সাহায্যও করে রুদ্র। যা স্বীকার করে প্রমিতা বলেন, ‘ওই সময় মনে হয় আমি ঠিক মানুষকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছি।’ রুদ্রজিৎ স্ত্রী প্রমিতাকে দিয়েছেন তাঁদের আকারে গড়া ফটোফ্রেম। অভিনেত্রী নাকি তাঁর অভিনেতা স্বামীর থেকে এই ধরনের উপহার পেতেই ভালবাসেন। বদলে তিনি দিচ্ছেন নামী সংস্থার ঘড়ি। যা সময়ে-অসময়ে বাঁধা থাকবে অভিনেতার কব্জিতে। স্ত্রীকে সেকেন্ডে-মিনিটে-ঘণ্টায় মনে করবেন রুদ্রজিৎ!

 দিল্লির চাকরি ছেড়ে কলকাতায় এসেছিলাম, ওজন ছিল ৭২ কেজি: তৃণা সাহা 

এদিকে দু’বছর পরে ফের ধারাবাহিক ‘পিলু’তে রুদ্রজিৎ-প্রমিতা জুটি হয়ে পর্দায়। রঙ্গন-শিঞ্জিনী হিসেবে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular