Rubel Shweta: 2023 সালে দাঁড়িয়ে বলেছিলেন আগামী দু’বছরের মধ্যে তো একেবারেই নয়ই। এখন একে অপরের সঙ্গে কেবল মূল্যবান সময় কাটাতে চাই শুধু। দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতার সঙ্গে এত তাড়াতাড়ি বিয়ের কথা নাকচই করেছিলেন অভিনেতা রুবেল দাস। যমুনা ঢাকি’র সেটেই প্রেমের শুরু। বেশ কিছু দিন আড়ালেই থেকে এবার প্রকাশ করেছেন নিজেদের ভালোবাসা কথা। এদিকে নতুন বছর পড়তে না পড়তেই টলিপাড়ার অন্দর শোনা যাচ্ছে ফিসফাস। খুব তাড়াতাড়িই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। এবার সেই ফিসফসেই সিলমোহর দাগলেন রুবেল।
এই মুহূর্তে রুবেল ও শ্বেতা দুজনেরই বৃহস্পতি তুঙ্গে। রুবেলের সিরিয়াল ‘নিমফুলের মধু’ টিআরপি তালিকায় সবচেয়ে উপরে। ওদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর বিপরীতে নব বধূর বেশে দিব্যি দর্শকের মন কাঁপাচ্ছেন শ্বেতাও। সিরিয়ালে সম্প্রতি বাবা হয়েছেন রুবেল। তবে, মনে মনে ইতিমধ্যেই তাঁর বেজে গিয়েছে বিয়ের ঘন্টা। এদিন তাই এক সাক্ষাৎকারে শ্বেতাকে ভালোবেসে রুবেলকে বলতে শোনা গিয়েছে, ‘শ্বেতা আমার লাকি চার্ম’। এরপরেই মুখ ফুটে নিজেদের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন রুবেল। বলেছেন, ‘হ্যাঁ, আমরা আগামী বছরই বিয়েটা সেরে ফেলতে চাই। তবে তারিখ এখনও ঠিক হয়নি।’
এই মুহূর্তে নিম ফুলের মধু সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। গল্পের আসন্ন প্লট সম্পর্কে কথা বলার সময় সে প্রসঙ্গেও রুবেলকে বলতে শোনা গিয়েছে যে ‘আমরা এখনও শুধু প্রোমোটাই শ্যুট করেছি। এখনও গল্প এই ট্র্যাকে ঢোকেনি। এইটুকু বলব, গল্পে বড় পরিবর্তন আসছে। আশা করি দর্শকদের ভালো লাগবে’।